পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Subrata Mukherjee: প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের নামে নামকরণ জোড়াবাগান পার্কের

একডালিয়ার সিটিজেন পার্কের পর এবার জোড়াবাগান পার্কের (Jorabagan Park) নামকরণ হচ্ছে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে ৷ তাঁর কাজকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ ৷ জোড়াবাগানের জন্য কী করেছিলেন সুব্রতবাবু ? জেনে নিন ৷

ETV Bharat
সুব্রত মুখোপাধ্য়ায়

By

Published : Feb 8, 2023, 10:45 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন মহানাগরিক প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের নামে হল আরও একটি পার্ক । এবার উত্তর কলকাতার জোড়াবাগান পার্ক (Jorabagan Park named on Subrata Mukherjee)। এই প্রস্তাব অনুমোদিত হল মেয়র পারিষদের বৈঠকে । উত্তর কলকাতার জোড়াবাগান পার্কের নাম সুব্রত মুখোপাধ্যায়ের (Late Subrata Mukherjee) নামে করা হচ্ছে । গঙ্গা থেকে ঢিল ছোড়া দূরত্বে জোড়াবাগান এলাকায় এক সময় পানীয় জলের হাহাকার ছিল । ভরসা করতে হত ভারির উপর । ভারি হলেন যাঁরা পয়সার বিনিময়ে দূর থেকে কাঁধে করে জল বয়ে এনে দিতেন । সেই সময় জোড়াবাগানের বিধায়ক ছিলেন সুব্রত মুখোপাধ্যায় । এলাকার মানুষকে পানীয় জলের সঙ্কট থেকে মুক্তি দিতে বিধানসভার অভ্যন্তরে লাগাতার তুলে ধরেছেন সমস্যার কথা । এরপর তিনি কলকাতা পৌরনিগমের মেয়র হন । তখনই জোড়াবাগান ট্রিটমেন্ট প্লান্টের পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নেন । বিপুল টাকা খরচে তৈরি হয়, জোড়াবাগান পানীয় জল পরিশোধন কেন্দ্র । আর এর ফলে শুধু জোড়াবাগান এলাকা নয়, বড়বাজার শোভাবাজার বিরন স্ট্রিট-সহ চিহ্ন এলাকার মানুষজন পরিশ্রুত পানীয় জল পেয়ে উপকৃত হন ।

তাই সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি সম্মান জানাতে বর্তমানে 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মীরা হাজরা, কলকাতা পৌরনিগমের গত মাসিক অধিবেশনে একটি প্রস্তাব আনেন । তাতে তিনি জানান, এই জোড়াবাগান ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের লাগোয়া যে মাটি আছে তার নাম জোড়াবাগান পার্ক সেই নাম বদলে মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করা হোক । পাশাপাশি মাঠের কোন অংশে তারই একটি মূর্তি বসানো হোক ।

এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন । আমাদের সকলের প্রিয়জন । মুখ্যমন্ত্রীর নির্দেশে ওনার বাড়ির সামনে একটা তামার মূর্তি করি আমরা । আরও একটা একডালিয়া পার্কে । বাড়ির পাশে সিটিজেন পার্ক করা হয়েছে সেটার নামকরণ হয়েছে সুব্রতদার নামে । জোড়াবাগানটাও নাম বদল করে দেব । সেই আশ্বাস মতোই এবার কাজ হল । একডালিয়ার সিটিজেন পার্ক তাঁর নামে নামাঙ্কিত হওয়ার পরে এবার উত্তর কলকাতার জোড়াবাগান পার্কও সুব্রত মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করার সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন :ইন্দিরার সঙ্গে কথা, সুব্রতকে চ্যাংদোলা করে আনা হল জ্যোতি বসুর ঘরে

ABOUT THE AUTHOR

...view details