কলকাতা, 2 জানুয়ারি:দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ অবশেষে চালু হল জোকা-তারাতলা মেট্রো (Joka-Taratala Metro) রুটে যাত্রী পরিষেবা ৷ সোমবার সকাল 10 টা থেকে কলকাতা মেট্রোর (Kolkata Metro) পার্পেল লাইন শুরু হয়ে গেল । আজ যাত্রী নিয়ে প্রথম জোকা থেকে মেট্রো দৌড়ল তারাতলার উদ্দেশে । সোমবার প্রথম মেট্রোয় সফর করেন 306 জন যাত্রী ।
গত 30 ডিসেম্বর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি জোকা-তারাতলা মেট্রো এবং আরও বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী ফ্ল্যাগ অফ করার পরেই রেলমন্ত্রী-সহ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে তারাতলার উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রো । তারপর আজ থেকে চালু হল যাত্রী পরিষেবা ৷
প্রত্যেকবার মেট্রো চালুর শুরুর দিন মানুষের মধ্যে উন্মাদনা থাকে ৷ অনেকেই মেট্রের প্রথম যাত্রী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেন ৷ অন্যান্য বারের মতো এদিনও প্রথম মেট্রোয় সওয়ারের ইচ্ছেয় মাঝরাত থেকেই স্টেশনের বাইরে লম্বা লাইন পড়ে যাত্রীদের । শহরের বিভিন্ন প্রান্ত থেকে রাতের শীতকে উপেক্ষা করেই প্রথম যাত্রী হতে লাইন দিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন মানুষজন । এদিন মেট্রোর প্রথম যাত্রী হন বেলঘরিয়ার বাসিন্দা প্রভাতকুমার চট্টোপাধ্যায় ৷ মেট্রো রুটে বাড়ি নয়, তবুও প্রথম সফরের যাত্রী হলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং গায়ক রূপঙ্কর বাগচী ।