পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Joka-Taratala Metro: 17 ডিসেম্বরে চালু হতে পারে জোকা-তারাতলা মেট্রো, উদ্বোধনে থাকতে পারেন অমিত শাহ - CRS

সবকিছু ঠিকঠাক থাকলে 17 ডিসেম্বর অর্থাৎ আগামী শনিবার উদ্বোধন হতে পারে অতি প্রতীক্ষিত কলকাতা মেট্রোর পার্পেল লাইন অর্থাৎ জোকা-তারাতলা মেট্রো (Joka-Taratala Metro)। এর উদ্ধোধেন থাকতে পারেন অমিত শাহ (Amit Shah) ৷

Joka-Taratala Metro
17 ডিসেম্বরে চালু হতে পারে জোকা-তারাতলা মেট্রো

By

Published : Dec 15, 2022, 10:55 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত পার্পেল লাইন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 17 ডিসেম্বরে উদ্বোধন হতে পারে জোকা-তারাতলা মেট্রো (Joka-Taratala Metro) ৷ মেট্রো সূত্রের খবর যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত দিয়েই করা হবে জোকা-তারাতলা মেট্রো উদ্বোধন (Joka-Taratala Metro Likely to Inagurate on17 December)।

প্রায় 12 বছর বিভিন্ন কারণে দীর্ঘায়িত হয়েছে জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত পার্পেল লাইনে মেট্রোর কাজ। সম্প্রতি মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)-এর ছাড়পত্র। তবে আপাতত এই অংশে মেট্রো চলবে জোকা থেকে তারাতলা পর্যন্ত। খবর ছিল যে বড়দিনের আগেই চালু হয়ে যেতে পারে এই অংশের যাত্রী পরিষেবা। এমনকী সম্প্রতি এই অংশের ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে।

সেই মতোই হয়তো 17 ডিসেম্বর যাত্রী পরিষেবা চালু হতে পারে। যদিও এই অংশ প্রস্তুত হয়ে যাওয়ার পর এসি রেকের অভাবে পুরনো নন এসি রেক দিয়েই চলছিল ট্রায়াল রান। এমনকী সিআরএস যখন পরিদর্শনে আসেন তখন এই রেক চালিয়েই ট্র্যাক পরীক্ষা করা হয়েছিল। এই অংশে মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে বেহালাবাসীদের জন্য যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।

আরও পড়ুন:নতুন রূপে টোকেন! বড়দিনের আগে কলকাতা মেট্রোর জোড়া চমক

তবে সম্প্রতি এই অংশের জন্য এসেছে মেধা সিরিজের শীততাপ নিয়ন্ত্রিত রেক। আপাতত দু'টি অত্যাধুনিক ঝাঁ-চকচকে শীততাপ রেক পরিষেবার জন্য নামানো হবে। জোকা থেকে তারাতলার মধ্যে পড়ছে 5টি স্টেশন ৷ জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা ও বেহালা বাজার। প্রাথমিকভাবে ওয়ান ট্রেন অনলি সিস্টেমের মাধ্যমে চালানো হবে একটি ট্রেন। যতদিন না-পর্যন্ত সিবিসিটিসি (Communication Based Train Control) ব্যবস্থাপনা পুরোপুরিভাবে প্রস্তুত হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details