পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রোগীমৃত্যু ঘিরে জোকা ESI হাসপাতালে উত্তেজনা, ভাঙচুর - Joka ESI Hospital

রোগীমৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার জোকা ESI হাসপাতালে ৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে জোকা ESI হাসপাতালে ভাঙচুর করে রোগীর পরিজনরা ৷

জোকা

By

Published : Aug 6, 2019, 9:26 PM IST

Updated : Aug 6, 2019, 10:06 PM IST

কলকাতা, ৬ অগাস্ট : রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জোকা ESI হাসপাতালে । চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের দরজা ভেঙে দেওয়ার অভিযোগ মৃত রোগীর পরিজনদের বিরুদ্ধে । মৃতের নাম ওম নারায়ণ পোদ্দার । বছর ছত্রিশের ওই ব্যক্তি একবালপুর থানায় এলাকায় ময়ূরভঞ্জ রোডের বাসিন্দা । আজ ভোরে বুকের সমস্যা নিয়ে জোকা ESI হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে ।

মৃতের বাড়ির লোকজনের বক্তব্য, আজ সকালে ওম নারায়ণ পোদ্দারকে ESI হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে । ক্যানসার হাসপাতাল তাঁকে ভরতি না নেওয়ায় ফের জোকা ESI হাসপাতালে নিয়ে আসা হয় ৷ হাসপাতালে ঢুকলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

এরপরেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিজনরা ৷ ভাঙচুর চালায় হাসপাতালে ৷ ভেঙে দেয় দরজা । খবর পেয়ে ঘটনাস্থানে ঠাকুরপুকুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এদিকে হাসপাতালের বক্তব্য, "রাস্তাতেই মৃত্যু হয় ওম নারায়ণ পোদ্দারের ৷ "

Last Updated : Aug 6, 2019, 10:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details