পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা চিকিৎসার বিকেন্দ্রীকরণ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসকদের যৌথ মঞ্চের - কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল

চিকিৎসকদের বিভিন্ন সংগঠনকে নিয়ে গঠিত জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস । তাদের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয় । জানানো হয়, চিকিৎসকদের প্রশিক্ষণ চালু হোক । কোরোনা আক্রান্ত রোগীর পাশাপাশি অন্য রোগীদেরও চিকিৎসার ব্য়বস্থা করা হোক । কোরোনা আক্রান্তদের চিকিৎসার বিকেন্দ্রীকরণ করা হোক ।

medical
medical

By

Published : Jul 6, 2020, 1:31 AM IST

কলকাতা, 5 জুলাই :COVID-19 রোগীর পাশাপাশি যাঁরা COVID-19 রোগী নন, তাঁদের জন্যেও চিকিৎসা পরিষেবা চালু করা হোক কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । চিকিৎসকদের বিভিন্ন সংগঠনকে নিয়ে গঠিত জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস-এর তরফে এইবার এই দাবি জানানো হল । যৌথ মঞ্চের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে । পাশাপাশি COVID-19 চিকিৎসার বিকেন্দ্রীকরণের দাবিও জানানো হয় চিঠিতে । এই যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসকরা শুধুমাত্র নিজেদের জন্য আন্দোলন করছেন না । COVID-19 রোগীদের পাশাপাশি COVID-19 নয়, এমন রোগীদের চিকিৎসা পরিষেবা চালুর জন্যেও এই আন্দোলন চলছে ।

জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস-এর তরফে জানানো হয়েছে, 17 জুন নবান্নের বৈঠক হয় । সেই বৈঠকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে পঠনপাঠন, প্রশিক্ষণের জন্য দাবি জানান চিকিৎসকদের প্রতিনিধিরা । পাশাপাশি COVID-19 রোগীদের পাশাপাশি অন্য রোগীদের চিকিৎসা পরিষেবা শুরুর আবেদনও করা হয়েছিল । ওই বৈঠকে এই বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছিল । এই বিষয়ে দ্রুত সমস্যার সমাধান হবে বলে 24 জুন স্বাস্থ্যসচিবেরও আশ্বাস মিলেছিল । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের স্নাতকোত্তর ট্রেনিদের প্রতিনিধিরা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে তাঁদের দাবি পেশ করেছিলেন । এই বক্তব্য প্রশাসনের সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ।

কিন্তু 1 জুলাই সরকারি দুটি নির্দেশিকা জারি হয় । একটিতে উল্লেখ করা হয়, ইন্টার্নদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা অন্য মেডিকেল কলেজে করা হবে । দ্বিতীয় নির্দেশিকায় জানানো হয়, স্নাতকোত্তর ট্রেনিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে অন্য মেডিকেল কলেজে ।

চিকিৎসকদের জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস-র তরফে জানানো হয়েছে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসকরা আন্দোলন করছেন । তবে সেখানে শুধুই নিজেদের স্বার্থ জড়িয়ে নেই । COVID-19 রোগীদের পাশাপাশি অন্যান্য COVID-19 রোগীদের চিকিৎসা পরিষেবা শুরু করার জন্যেও তাঁরা এই আন্দোলন করছেন । যে সব রোগী COVID-19 সংক্রমিত নন, গোটা রাজ্যের সেই সব রোগীকে দুর্দশার মুখোমুখি হতে হচ্ছে । সব ধরনের রোগীর চিকিৎসা পরিষেবা দেওয়া হলে, মেডিকেল পড়ুয়া, ইন্টার্ন ডাক্তার, MD-MS প্রশিক্ষণার্থী এবং DM-MCH প্রশিক্ষণার্থীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা হবে ।

27 জুন এবং 2 জুলাই কলেজ কাউন্সিলের বৈঠক হয় । সেখানে মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানরা ছাত্র-ছাত্রীদের এই দাবির পক্ষে মত দেন । COVID-19-এর বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস । মুখ্যমন্ত্রী এই যৌথ মঞ্চের প্রতিনিধিদের আলোচনার জন্য একাধিকবার ডেকেছেন । তাঁরা গিয়েছেন এবং তাঁদের পরামর্শগুলি বোঝানোর চেষ্টা করেছেন । এই কথার পাশাপাশি চিকিৎসকদের এই যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, COVID-19-এর বিরুদ্ধে চলা এই লড়াইয়ে নেতৃত্ব সরকারকেই দিতে হবে । এই লড়াইয়ে সরকারের পাশে থাকার বিষয়টি এই যৌথ মঞ্চের চিকিৎসকরা কর্তব্য বলে মনে করেছিলেন । কিন্তু এখন তাঁরা দেখছেন, অযৌক্তিক 'ইচ্ছা'কে প্রাধান্য ও স্বীকৃতি দিচ্ছে সরকার ।

কলকাতা মেডিকেল কলেজের পাশাপাশি কামারহাটির কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতাল এবং এম আর বাঙুর হাসপাতালেও একইরকম অবস্থা । কামারহাটির এই মেডিকেল কলেজে স্নাতকোত্তর ট্রেনি নেই বললেই চলে । শুধুমাত্র ইন্টার্ন চিকিৎসকদের ভরসায় সেখানে চিকিৎসকদের জন্য COVID-19 চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে । এম আর বাঙুর হাসপাতালে শুধুমাত্র COVID-19 রোগীদের চিকিৎসা হচ্ছে । ফলে, দক্ষিণ 24 পরগনার বিশাল সংখ্যক অন্য রোগীর ক্ষতিগ্রস্ত হচ্ছেন । পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার DNB প্রশিক্ষণার্থীদের পঠন-পাঠন এবং প্রশিক্ষণ ।

জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস যে সব দাবি পেশ করেছে, সেগুলির মধ্যে রয়েছে:

  1. COVID-19 চিকিৎসার বিকেন্দ্রীকরণ করা হোক । কোনও টিচিং হাসপাতালকে শুধুমাত্র COVID-19 চিকিৎসার কেন্দ্র না করে, সেখানে একটি করে ব্লক থাকুক COVID-19 লেভেল-3 এবং লেভেল-4-এর জন্য । উপসর্গহীন এবং কম উপসর্গের COVID-19 রোগীদের ভরতির জন্য স্কুল, বাড়ি, স্টেডিয়াম, সরকার পোষিত ধর্মীয় ভবন যেমন, হজ হাউজ় ইত্যাদি অধিগ্রহণ করা হোক ।
  2. যে মেডিকেল কলেজ থেকে ইন্টার্ন চিকিৎসকরা পাশ করেছেন, সেই কলেজ ছাড়া অন্যত্র তাঁদের রোটেশনাল প্রশিক্ষণ হতে পারে না । কারণ, পরিকাঠামো না বাড়িয়ে ছাত্রসংখ্যা বাড়ানোর ফলে সব কলেজই চাপের মধ্যে রয়েছে ।
  3. স্নাতকোত্তর ট্রেনিদের জন্যেও একই ব্যবস্থা নিতে হবে । তাঁরা ভরতির সময় যে মেডিকেল কলেজকে বেছে নিয়েছেন, সেটা ছাড়া অন্যত্র তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়টি অন্যায্য ।
  4. যে সব বিল্ডিং COVID-19 চিকিৎসার জন্য উপযুক্ত নয়, সেই বিল্ডিংগুলিতে চিকিৎসকদের কাজে লাগিয়ে অন্য রোগীদের দুর্দশা লাঘবের চেষ্টা সরকার করবে, এমন প্রত্যাশা রাখছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস । মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে এই বিষয়েই জানানো হয়েছে ।

জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস ঘোষণা করছে, COVID-19-এর চিকিৎসা পরিষেবা প্রদান থেকে সিনিয়র, জুনিয়র কোনও চিকিৎসক পিছু হটতে চাইছেন না । সরকারের নেতৃত্বে COVID-19-এর বিরুদ্ধে লড়াইয়ে তাঁরা প্রাণপাত করবেন । কিন্তু পাশাপাশি তাঁরা চান অন্য রোগীদেরও চিকিৎসা হোক, পঠন-পাঠন এবং, প্রশিক্ষণ আবার শুরু হোক ।

এই দিকে, সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের তরফে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা এবং, স্বাস্থ্য অধিকর্তাকে স্মারকলিপি পেশ করে । মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী এবং শিক্ষানবিশ চিকিৎসকদের স্বার্থে সব রোগীর জন্য চিকিৎসা পরিষেবা চালুর দাবি জানানো হয়েছে । রোগী সংখ্যার অনুপাতে নতুন হাসপাতাল তৈরি এবং উপযুক্ত সংখ্যক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবিও জানিয়েছে সরকারি চিকিৎসকদের এই সংগঠন ।

ABOUT THE AUTHOR

...view details