কলকাতা, 26 মে: আজ হতে চলেছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৯১২। পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে। প্রথম পত্রের পরীক্ষা হবে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত । দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত।
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEE) চেয়ারম্যান মলয়েন্দু সাহা বলেন, "এবছর ১ লাখ ১৩ হাজার ৯১২ জন পরীক্ষার্থী। সেন্টার রয়েছে ৩০২টি। রাজ্যে রয়েছে ২৯৯টি সেন্টার। ২টি সেন্টার ত্রিপুরায় ও একটি অসমে রয়েছে।" এবছর মোট পরীক্ষার্থীর ৫৯ শতাংশ রাজ্যের এবং ৪১ শতাংশ অন্য রাজ্যের বলে তিনি জানিয়েছেন ।
গত বছর জয়েন্ট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৫ হাজারের কাছাকাছি ছিল। এ বছর তা প্রায় ১ লাখ ১৪ হাজার। কমেছে সেন্টারের সংখ্যাও। রেজিস্ট্রার দিব্যেন্দু কর বলেন, "সেভাবে পরীক্ষার্থীর সংখ্যা কমেনি। গড়ে কমেছে।" এবছর বোর্ড পর্যবেক্ষকের সংখ্যা ৪২৫ ও ভ্রাম্যমাণ পর্যবেক্ষকের সংখ্যা ৮৫।
মোবাইল ফোন নিয়ে কেউ পরীক্ষাকেন্দ্রে ঢুকেছে কি না তা দেখতে থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। রেজিস্ট্রার বলেন, "রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর প্রতিটি সেন্টারের ইনচার্জের তত্ত্বাবধানে থাকবে। উনি প্রত্যেকটা ঘরে ঘরে ঘুরবেন। মোবাইল ফোন থাকলে এই ডিভাইস তা ধরে ফেলবে। "
দিব্যেন্দুবাবু আরও জানিয়েছেন, আগেও এই যন্ত্রটি ব্যবহার করা হত। তবে অন্যভাবে। তিনি বলেন, "আগে এই ডিভাইস রোমিং অবজ়ারভারদের দেওয়া হত। তাঁরা সারপ্রাইজ ভিজ়িটের সময় নিয়ে যেতেন। এবার বোর্ডের সিদ্ধান্ত সব সেন্টারকেই পাঠাব একটা করে। যাতে পরীক্ষার্থীরা সবসময় নজরদারিতে থাকে।"