পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2 ফেব্রুয়ারি রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা - ecamination

বেশ কিছুদিন ধরেই রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে আলোচনা চলছিল । আজ পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি ঘোষণা করলেন মলয়েন্দু সাহা ৷

ফাইল ফোটো

By

Published : Oct 1, 2019, 7:33 PM IST

Updated : Oct 1, 2019, 11:00 PM IST

কলকাতা, 1 অক্টোবর: এগিয়ে আনা হচ্ছে 2020 সালের রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা ৷ আজ এ কথা জানালেন রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা ৷

বেশ কিছুদিন ধরেই রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে আলোচনা চলছিল । আজ পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি ঘোষণা করলেন মলয়েন্দু সাহা ৷ এই পরীক্ষা প্রথম 19 এপ্রিল করার কথা ভাবা হয়েছিল । পরে রাজ্যের পড়ুয়াদের রাজ্যে ধরে রাখতে পরীক্ষা এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয় । মলয়েন্দু সাহা জানান, আগামী বছরের 2 ফেব্রুয়ারি হবে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মলয়েন্দু সাহা বলেন, "19 এপ্রিল 2020-তে জয়েন্ট পরীক্ষা নেওয়ার কথা ছিল ৷ কিন্তু তা বদল হয়েছে কয়েকটি কারণে ৷ যাতে বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী পরীক্ষা দিতে পারেন ৷ তাঁরা যাতে আরও বেশি পরিমাণে ভরতি হতে পারেন সেই কারণে পরীক্ষার তারিখ 2 ফেব্রুয়ারি (রবিবার) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আমরা শিক্ষা দপ্তর ও সংশ্লিষ্ট সব দপ্তরের কাছ থেকে সবরকম সাহায্য পেয়েছি ৷ আমাদের মনে হয় আমরা ওই দিন পরীক্ষা নিতে পারব ৷" তিনি আরও বলেন, " বেশ কয়েকবছর ধরে দেখা যাচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর সংখ্যা কম ৷ আমরা এবার একটা পরীক্ষা করে দেখার চেষ্টা করছি ৷ সর্বভারতীয় প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে ছাত্র-ছাত্রীরা আগে চলে যাচ্ছে ৷ তবে আমরা যদি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নিতে পারি আমাদের মনে হয় বেশ কিছু ছাত্র-ছাত্রীকে আমরা প্রলুব্ধ করতে পারব ৷ যাতে তাঁরা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসতে পারেন ৷ পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাকভাবে নিলে ফ্রেব্রুয়ারি মাস পরীক্ষার্থীদের জন্যও সুবিধাজনক হবে ৷"

Last Updated : Oct 1, 2019, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details