কলকাতা, 29 এপ্রিল: রাত পোহালেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ৷ আর এই পরীক্ষার নিরাপত্তার সুনিশ্চিত করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ রবিবারের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার জন্য ইতিমধ্যে বাড়তি ট্রেন পরিষেবার ব্যবস্থা করেছে রেল ৷ পরীক্ষা শুরু হবে অংক দিয়ে ৷ সকাল 11টা থেকে বেলা 1 টা পর্যন্ত চলবে পরীক্ষা ৷ দ্বিতীয়ভাগে হবে পদার্থবিজ্ঞান এবং রসায়নের পরীক্ষা ৷ এই দু’টি পরীক্ষা হবে বিকেল 4টে পর্যন্ত ৷ পরীক্ষা কেন্দ্রে পেন, ঘড়ি ও জলের বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা ৷
এই বারের পরীক্ষায় প্রতিটি কক্ষে তিনজন করে পরীক্ষক থাকবেন ৷ এর বাইরে রোভিং অবজারভার আসতে পারেন পরীক্ষা কেন্দ্রগুলিতে ৷ প্রতিবারের মতো আরএফডি মেশিন ব্যবহার করা হবে নিরাপত্তার জন্য ৷ সেই সঙ্গে মেটাল ডিটেক্টর থাকছে পরীক্ষার্থীদের স্ক্যান করার জন্য ৷ কেউ যাতে পরীক্ষার সময় অসৎ উপায়ে লিখতে না পারেন তাই একাধিক সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে ৷ এছাড়াও প্রতিটি কেন্দ্রে পরীক্ষকরা কীভাবে নজরদারি চালাবেন ? তার জন্য একাধিক প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থাও করা হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে ৷