কলকাতা, 15 মে : গুলি করে মারার চেষ্টা করেছেন জয়েন্ট পুলিশ কমিশনার । রাজ্যপালকে চিঠি দিয়ে অভিযোগ জানালেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । চিঠিতে তিনি লিখেছেন, গতকাল সন্ধেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট পুলিশ কমিশনার অজয় ঠাকুর 35 জন পুলিশ কর্মীকে নিয়ে তাঁর বাড়ির আশপাশে ঘুরতে থাকেন । নিরাপত্তারক্ষী জিজ্ঞাসা করলে জানানো হয়, নীতু সিং এবং সঞ্জিত সিংকে একটি মামলায় নোটিস দিতে এসেছেন । কিন্তু নোটিস দেখতে চাইলে তা দেখাতে পারেননি ।
চিঠিতে তিনি অভিযোগ করেছেন, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই একাজ করেছেন অজয় ঠাকুর । লেখেন, এভাবে কিছু না বলে একজনকে চিঠি দিতে চলে এলেন জয়েন্ট পুলিশ কমিশনার । তাও আবার 35 জন পুলিশকর্মী নিয়ে । যেখানে একজন মহিলার বিরুদ্ধে নোটিস দেওয়ার কথা, সেখানে একজনও মহিলা পুলিশ উপস্থিত ছিলেন না । 160 নম্বর ধারার কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, এক্ষেত্রে মহিলা পুলিশের থাকা দরকার ছিল । যদিও 18 তারিখ গোয়েন্দা বিভাগের অফিসে নীতু সিংকে যেতে বলা হয়েছে ।