কলকাতা, 13 অগাস্ট : তিনি ওয়েলফেয়ার সেলের প্রধান । তাঁর নেতৃত্বেই কোরোনা আক্রান্ত পুলিশকর্মীদের দেখভালের কাজ চলছে । কলকাতা পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি । গোটা শহরের আইন-শৃঙ্খলা সংক্রান্ত কাজকর্ম হয় তাঁরই নেতৃত্বে । সেই যুগ্ম-কমিশনার (সদর) শুভংকর সিনহা সরকার এবার আক্রান্ত হলেন কোরোনায় । লালবাজার সূত্রে খবর, তাঁর রিপোর্ট পজ়িটিভ এসেছে ।
কোরোনা মোকাবিলায় একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে পুলিশ । আক্রান্ত পুলিশকর্মীদের চিকিৎসা ও দেখভালের জন্য লালবাজারের তরফে তৈরি করা হয়েছে বিশেষ ওয়েলফেয়ার সেল । এমনিতে ওয়েলফেয়ার সেল আগে থেকেই ছিল । কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশেষ এই সেলে পুলিশের বিভিন্ন ডিভিশন এবং ব্যাটেলিয়ন সহ প্রতিটি ইউনিটের প্রতিনিধিদের যুক্ত করা হয়েছে । তাতে সদস্যসংখ্যা দাঁড়িয়েছে 43 জন । যুগ্ম-কমিশনার (সদর) শুভংকর সিনহা সরকারের নেতৃত্বে ওই সেল কাজ করছে । লালবাজারের 17 জন পুলিশকর্তাও ওই সেলের সদস্য । পুলিশকর্মীরা যাতে ঠিকঠাক চিকিৎসা পান তার জন্যই ওই সেল কাজ করছে ।