কলকাতা, 18 ফেব্রুয়ারি:নিয়োগের দাবিতে উত্তাল রাজ্য । সব দিক থেকেই শোনা যাচ্ছে নিয়োগের স্লোগান । মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দীর্ঘদিন অবস্থান বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা ৷ রাজ্য সরকার গ্রুপ ডি, আপার প্রাইমারি, প্রাইমারি, এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি-সহ বিভিন্ন স্তরের চাকরি প্রার্থীদের অবস্থান চলছে সেখানে । শনিবার সকালে এই মঞ্চেই অভিনব প্রতিবাদ জানাল রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা (Job seekers perform Shivratri puja) ।
এদিন তারা নিজেদেরকে খাঁচায় বন্দি রেখে সামনে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছেন । এই তালার চাবি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এমনটাই মনে করছেন চাকরিপ্রার্থীরা । তাই চাকরি দিয়ে সেই তালা খোলার অনুরোধ জানাচ্ছেন রাজ্যের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা । পাশাপাশি এদিন শিবরাত্রিকে সামনে রেখে আরও এক প্রতিবাদের চিত্র দেখা গিয়েছে আপার প্রাইমারি ধরনা মঞ্চে । শনিবার তারা শিব পুজো করেন ধরনা মঞ্চে । সমস্ত মহিলারা এই দিন উপোস করে ধরনা মঞ্চে আসেন এবং সেইখানেই শিবলিঙ্গে জল ঢালেন । এই শিবরাত্রির মাধ্যমে তারা প্রার্থনা জানান, অবিলম্বে তাদের ন্যায্য পাওনার ৷ সেই পাওনা যেন মিটিয়ে দেয় রাজ্য সরকার ।