পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSC : আইনি স্বচ্ছতা মেনেই দ্রুত শুরু হবে এসএসসির চাকরি প্রক্রিয়া, আশ্বাস শিক্ষামন্ত্রীর - এসএসসির খবর

2016 সালে এসএসসির চাকরির পরীক্ষায় সফল হওয়া প্রায় তিন লাখ পরীক্ষার্থীদের মেরিট লিস্ট প্রকাশ হওয়া সত্ত্বেও আজও পর্যন্ত চাকরি মেলেনি তাঁদের । বিষয়টি নিয়ে বারবার তাঁরা কমিশন ও বিকাশ ভবনে জানিয়েছেন । 2019 সালে প্রেস ক্লাবের সামনে তাঁরা দীর্ঘ অনশন আন্দোলনও চালায় । এই বিষয়ে ব্রাত্য বসু খুব দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ৷

SSC
SSC

By

Published : Aug 10, 2021, 10:42 PM IST

কলকাতা, 10 অগস্ট : এসএসসি চাকরি নিয়ে সমস্যা দীর্ঘদিনের ৷ চাকরি না পাওয়ায় চাকরিপ্রার্থীদের বারবার অবস্থান-বিক্ষোভ সকলেরই জানা ৷ কিন্তু, তারপরেও সমস্যার সমাধান সেভাবে হয়নি ৷ গতকাল আন্দোলন করতে এসে আটক হন শতাধিক চাকরিপ্রার্থী ৷ এই পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীদের দাবি ও অভিযোগ নিয়ে আলোচনা করতে আজ সল্টলেকের বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন এসএসসির চেয়ারম্যান শুভশঙ্কর সরকার ।

শুভশঙ্কর সরকার বলেন, "নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য যাঁরা আবেদন করেছিলেন তাঁদের অভিযোগ কমিশনে জমা পড়েছে । সেই অভিযোগগুলি আমরা বিবেচনা করেছি। এখানে একটা কথা বলার সেটা হল যে, এসএসসি চাকরিপ্রার্থীদের এই ঘটনা অনেক আগের থেকেই চলছিল। আমাদের কমিশনে অনেকেই নবনিযুক্ত । পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘটনাগুলির পরেই তাঁর পদে আসেন। তাই অভিযোগগুলি নিয়ে আবার নতুন করে বিবেচনা করা হচ্ছে। এবং কী করে এই অভিযোগগুলিকে মেটানো যায় সেটাই এখন কমিশনের প্রধান দিক। সবকটি অভিযোগ বিবেচনা ও বিশ্লেষণ করে দেখা হবে। এবং কতজন চাকরিপ্রার্থীকে কী করে ন্যায্য ভাবে ও আইন মেনে চাকরি দেওয়া যায় সেই দিকটিও আমরা বিবেচনা করে দেখব। তাদের এই সমস্যাগুলি আমরা মোটেই হালকাভাবে দেখছি না। তাই সবকটি অভিযোগ খতিয়ে দেখে সমাধানসূত্র খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।" উল্লেখ্য, 2019 সালে 185 দিন ধরে প্রেস ক্লাবের বাইরে এসএসসি চাকরিপ্রার্থীরা অবস্থান-বিক্ষোভ চালায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে দেখাও করেন।

দ্রুত শুরু হবে এসএসসির চাকরি প্রক্রিয়া
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "কমিশনে যে অভিযোগগুলো জমা পড়েছে সেগুলিকে কেস-টু-কেস খতিয়ে দেখে দ্রুত চাকরির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা নির্দেশ দিয়েছিলেন যে প্রতিটি অভিযোগের ন্যায্যতা বিবেচনা করে ও আইনি স্বচ্ছতা মেনেই চাকরি দেওয়া হবে । প্রক্রিয়াটি আরও আগেই শুরু হতে পারত ৷ করোনা পরিস্থিতি এবং নির্বাচনের জন্য দেরি হয়ে যায়।"

আরও পড়ুন,SSC : আন্দোলন করতে এসে আটক শতাধিক চাকরিপ্রার্থী

প্রসঙ্গত, 2016 সালে এসএসসির চাকরির পরীক্ষায় সফল হওয়া প্রায় তিন লাখ পরীক্ষার্থীদের মেরিট লিস্ট প্রকাশ হওয়া সত্ত্বেও আজও পর্যন্ত চাকরি মেলেনি তাঁদের । বিষয়টি নিয়ে বারবার তাঁরা কমিশন ও বিকাশ ভবনে জানিয়েছেন । 2019 সালে প্রেস ক্লাবের সামনে তাঁরা দীর্ঘ অনশন আন্দোলনও চালান । এদিকে, গতকাল এসএসসি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সল্টলেকের সেন্ট্রাল পার্কে আন্দোলনে সামিল হন প্রায় শতাধিক চাকরিপ্রার্থী ৷ সেখানেই বিধাননগর পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হওয়ার পর প্রায় 100 জনেরও বেশি চাকরিপ্রার্থীদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details