পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Job Buyer Teachers Arrested: নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম, টাকা দিয়ে চাকরি কেনা 4 শিক্ষক গ্রেফতার আদালতের নির্দেশে - নিয়োগ দুর্নীতি মামলা

Job Buyer Teachers Arrested in Alipore: আদালতের নির্দেশে টাকা দিয়ে চাকরি কেনা চারজন প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করা হল ৷ তাঁরা সবাই মুর্শিদাবাদের শিক্ষক ৷

Job Buyer Teachers Arrested
শিক্ষক গ্রেফতার

By

Published : Aug 7, 2023, 6:08 PM IST

Updated : Aug 7, 2023, 11:07 PM IST

কলকাতা, 7 অগস্ট: আদালতের নির্দেশে টাকা দিয়ে চাকরি কেনা চারজন অযোগ্য প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করা হল ৷ নিয়োগ দুর্নীতি মামলায় এমন ঘটনা এই প্রথম ৷ জানা গিয়েছে, ধৃত শিক্ষকদের নাম সায়গল হোসেন, সিমার হোসেন, সৌগত মণ্ডল ও জাহির উদ্দিন শেখ ৷ মুর্শিদাবাদের এই চারজন শিক্ষককে আদালতে ডেকে পাঠিয়ে গ্রেফতারির নির্দেশ দেন বিচারক ৷

আদালতে তলব প্রাথমিকের শিক্ষকদের: নিয়োগ দুর্নীতি মামলায় চারজন প্রাথমিকের শিক্ষককে গ্রেফতার করার নির্দেশ দিল আলিপুর আদালত । অভিযোগ, এই চারজন শিক্ষক টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন । টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে মুর্শিদাবাদ জেলার চার শিক্ষককে এ দিন আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত তলব করেছিল । সেইমতো ওই চারজন শিক্ষক আদালতে হাজিরা দেন ।

বক্তব্যে অসঙ্গতিতে গ্রেফতার: আদালত সূত্রের খবর, ওই চার শিক্ষকের বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে । ফলে তাঁদের গ্রেফতার করার নির্দেশ দেয় আদালত । আদালতে বিচারকের নির্দেশে তাঁদের এ দিন গ্রেফতার করা হয় । এই চারজন শিক্ষকই মুর্শিদাবাদ জেলার । মূলত কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এ বার এই চারজন শিক্ষককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করবে যে, কাদের টাকা দিয়ে তাঁরা এই চাকরি হাসিল করেছিলেন ৷

মুখোমুখি বসিয়ে জেরা: প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, ধৃত চারজন শিক্ষক তাপস মণ্ডলকে টাকা দিয়েছিলেন । যদিও তাপস মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ধৃতদের সঙ্গে তাপস মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপাকে

জেল হেফাজত: অভিযুক্তদের একে একে গ্রেফতারির পর আদালতের তরফে বলা হয় যে, দুর্নীতি কাণ্ডে যে সব প্রভাবশালীরা যুক্ত রয়েছেন, তাঁদের গ্রেফতার করছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । কিন্তু যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁরাও সমান দোষী । সেই ক্ষেত্রে তাঁদের কেন ধরছে না ইডি বা সিবিআই । এই প্রেক্ষিতে সিবিআই এবং ইডি-র তরফে জানানো হয়, যে সব ব্যক্তিরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাঁদের নামের প্রাথমিক একটি তালিকা তৈরি করা হয়েছে । আজ আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেন মুর্শিদাবাদ জেলার চারজন প্রাথমিক শিক্ষক । পরে তাঁদের গ্রেফতার করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত । গ্রেফতারির পরে তাঁদের প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে ।

শিক্ষকদের নামের তালিকা প্রস্তুত: সিবিআইয়ের তরফ থেকে জানা যাচ্ছে, গোটা রাজ্যজুড়ে যে সব শিক্ষক শিক্ষিকারা টাকার বিনিময় চাকরি পেয়েছিলেন, তাঁদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে । ধীরে ধীরে আরও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে ।

Last Updated : Aug 7, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details