কলকাতা, 27 অক্টোবর: এ যেন অপেক্ষার অবসান । দীর্ঘ আট বছরের অপেক্ষার শেষ মুহূর্ত । আগামী 6 নভেম্বর হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং-এর ডাক দিয়েছে স্কুল সার্ভিস কমিশন । পুজোর আগেই এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে । তারপরেই তোড়জোর শুরু করে দিয়েছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে থাকা চাকরিপ্রার্থীরা । নিজের যোগ্যতায় পাওয়া চাকরি ছিনিয়ে নিতে বদ্ধপরিকর তাঁরা । তবে শুধু মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে নয়, আন্দোলন চলছে বিদেশের বুকেও ।
দেশের বাইরে থেকেও প্রতিনিয়ত চাকরিপ্রার্থীরা এখানকার আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন । তাঁদের থেকেই বিদেশের চাকরিপ্রার্থীরা জানতে পেরেছেন কাউন্সেলিং-এর কথা । ফলে এ বার টিকিট কেটে তাঁদের ঘরে ফেরার পালা ।
বাঁকুড়া জেলায় বাড়ি স্বাতী দে-র । স্বামীর চাকরির জন্য থাকতে হয় ইতালিতে । সেখানে গবেষণার কাজে যুক্ত তাঁর স্বামী । 2015 সালে উচ্চ প্রাথমিকে পরীক্ষা দেন স্বাতী । তারপর 2017 সালে বিয়ে । ইন্টারভিউ হয় 2021 সালের অগস্ট মাসে । বিজ্ঞান বিষয়ে তিনি মেধাতালিকায় অন্তর্ভূক্ত । 2022 সালে তিনি দেশ ছাড়েন । বর্তমানে তাঁদের ঠিকানা ইতালি । কিন্তু মন পড়ে রয়েছে তাঁর নিজের দেশে । প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন তাঁরই সহযোদ্ধাদের সঙ্গে ।
তিনি বলেন, "আমার নাম একটু পিছনের দিকে । ডাক পেলে অবশ্যই আসব । দেশে কেন ফিরব না ? নিজের মাতৃভাষায় পড়ানোর সুযোগ পেলে কেন যাব না ।"
শুধু স্বাতী নন, সুদূর লন্ডনে বসে নিজের চাকরির অপেক্ষায় রয়েছেন কলকাতার অরিতি দাস । স্বামীর চাকরির সূত্রে তাঁর বর্তমানের ঠিকানা সে দেশ ৷ দু'বছরেরও বেশি সময় তিনি রয়েছেন দেশের বাইরে । 2015 সালে পরীক্ষা দেন । তারপর হাওড়াতে বিয়ে হয় 2017 সালে । 2021 সালের নভেম্বরে ইন্টারভিউ দেওয়ার পরেই চলে যান বিদেশে । বায়োসায়েন্সের বিষয়ে তিনি মেধাতালিকার অন্তর্ভূক্ত ।