কলকাতা, 22 অগস্ট:তৃণমূল নেতা জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ । খারিজ করল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ । ডিভিশন বেঞ্চ জানায়, যে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তার ভিত্তিতে এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয় ।
এদিনের শুনানির সময়ে সিবিআই জানায়, জীবনকৃষ্ণ সাহার যে ফোন উদ্ধার করা হয়েছিল সেখান থেকে চাকুরিপ্রার্থীদের সঙ্গে কথোপকথনের রেকর্ড পাওয়া গিয়েছে । সিবিআই'য়ের তরফে জানানো হয়েছে, ওই ফোন থেকে টাকার লেনদেন সংক্রান্ত একাধিক নথি উদ্ধার হয়েছে । তার ব্যাংক লেনদেনেের তথ্য থেকে জানা গিয়েছে নিয়োগ দুর্নীতিতে জীবনকৃষ্ণ সাহার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে ৷ তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন । এই সমস্ত ব্যাপারে আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় এজেন্সি । বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সমস্ত বক্তব্য খতিয়ে দেখে তার জামিনের আবেদন খারিজ করে দেয়।