পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jiban Krishna Saha: জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন বাতিল করল হাইকোর্টের - Jiban Krishna saha

Jiban Krishna Saha's Bail Plea Rejected: নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন বাতিল করলো হাইকোর্ট ৷ বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের নির্দেশে খারিজ হয়েছে আবেদন ৷ কৌশিক ঘোষ নামে এক ব্যাক্তির সঙ্গে যুক্ত হয়ে চাকরি দেওয়ার নামে রীতিমতো ব্যাবসা খুলেছিলেন জীবনকৃষ্ণ ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 11:04 PM IST

কলকাতা, 22 অগস্ট:তৃণমূল নেতা জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ । খারিজ করল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ । ডিভিশন বেঞ্চ জানায়, যে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তার ভিত্তিতে এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয় ।

এদিনের শুনানির সময়ে সিবিআই জানায়, জীবনকৃষ্ণ সাহার যে ফোন উদ্ধার করা হয়েছিল সেখান থেকে চাকুরিপ্রার্থীদের সঙ্গে কথোপকথনের রেকর্ড পাওয়া গিয়েছে । সিবিআই'য়ের তরফে জানানো হয়েছে, ওই ফোন থেকে টাকার লেনদেন সংক্রান্ত একাধিক নথি উদ্ধার হয়েছে । তার ব্যাংক লেনদেনেের তথ্য থেকে জানা গিয়েছে নিয়োগ দুর্নীতিতে জীবনকৃষ্ণ সাহার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে ৷ তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন । এই সমস্ত ব্যাপারে আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় এজেন্সি । বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সমস্ত বক্তব্য খতিয়ে দেখে তার জামিনের আবেদন খারিজ করে দেয়।

আরও পড়ুন:কালীঘাটের কাকুর সঙ্গে মার্লিন গ্রুপের আর্থিক লেনদেন, ইডি দফতরে হাজিরা চেয়ারম্যানের

উল্লেখ্য, মুর্শিদাবাদের বড়ঞাঁর বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর চলতি বছরের 16 এপ্রিল তাঁকে গ্রেফতার করে সিবিআই । এই বিধায়কের বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় 3400 প্রার্থীর নথি উদ্ধার হয় বলে জানিয়েছিল সিবিআই। যাদের মোটা টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ ছিল । পাশাপাশি তার মোবাইল ফোনের তথ্য নষ্ট করতে তিনি তার দু’টি মোবাইল ফোন বাড়ির পিছনের পুকুরে ফেলে দিয়েছিলেন । যদি সিবিআই তা পরে উদ্ধার করে । অভিযোগ, কৌশিক ঘোষ নামে এক ব্যাক্তির সঙ্গে যুক্ত হয়ে চাকরি দেওয়ার নামে রীতিমতো ব্যবসা খুলেছিলেন জীবনকৃষ্ণ । প্রত্যেক প্রার্থীদের থেকে 5-7 লাখ টাকা করে নেওয়া হতো বলে উঠে এসেছে তদন্তে। সেই সংক্রান্ত একাধিক নথি উদ্ধার হয় বিধায়কের থেকে ।

ABOUT THE AUTHOR

...view details