কলকাতা, 10 এপ্রিল: পূর্ব কলকাতার নারকেলডাঙার বস্তি চত্বরের কয়েকটি ঝুপড়িতে আগুন লাগে গতকাল । আগুনে ভস্মীভূত পাঁচটি ঝুপড়ি । আগুন লেগে যায় ঘটনাস্থানে দাঁড়িয়ে থাকা দু'টি গাড়িতেও । দমকলের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
নারকেলডাঙার আগুন নিয়ন্ত্রণে, ভস্মীভূত 5 ঝুপড়ি
নারকেলডাঙার বস্তি এলাকায় আগুন লেগে পুড়ে গেল পাঁচটি বাড়ি । ঘটনাস্থানে দমকলের ছয়টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ।
নারকেলডাঙা থানার আশেপাশে রয়েছে বেশকিছু ঝুপড়ি । উত্তর এবং পূর্ব কলকাতাজুড়ে বিস্তৃত খালপাড়ে এমন অনেক ঝুপড়ি রয়েছে । সেখানে বাস করেন বহু মানুষ । তাঁদের মধ্যে বেশিরভাগজন ছোটো-খাটো কাজ করে সংসার চালান । লকডাউনের জেরে তাঁরা প্রত্যেকেই সমস্যায় পড়েছেন । সেসব কাজ এখন বন্ধ । ফলে মূলত পুলিশের তুলে দেওয়া খাবারেই চলছে দিন গুজরান । নারকেলডাঙা থানার পাশে এমনই এক বস্তিতে আগুন ধরে যায় গতরাতে 9:40 নাগাদ । লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থানে আসেন নারকেলডাঙা থানার পুলিশকর্মীরা । দ্রুত খবর যায় দমকলে । ঘটনাস্থানে পৌঁছায় দমকলের ছ'টি ইঞ্জিন । শুরু হয় আগুন নেভানোর কাজ ।
এরই মাঝে আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি ঘরে । তখন আশপাশের সব ঘর খালি করে দেওয়া হয় । মোট পাঁচটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে । অবশ্য সময়মতো ওই ঘরগুলোর সদস্যরা বাইরে চলে এসেছিলেন । তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ঘরগুলির মধ্যে থাকা কোনও সামগ্রী বের করা যায়নি । এরই মাঝে ঘটনাস্থানে দাঁড়ানো দুটি গাড়িতেও আগুন ধরে যায় । দমকলের তিন ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে । দমকলের তরফে জানানো হয়েছে, ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনও জানা যায়নি । লকডাউনের মধ্যে আগুন লাগায় এখন কার্যত পথে বসল ওই ঝুপড়ির বেশ কয়েকটি পরিবার ।