কলকাতা, 1 সেপ্টেম্বর : পূর্ব নির্ধারিত সময়েই শুরু হল JEE মেইনস ৷ কোরোনা পরিস্থিতিতে এই পরীক্ষার বিরোধিতা করলেও পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রেখেছে রাজ্য প্রশাসন ৷ পরীক্ষাকেন্দ্রের বাইরে এবং ভিতরে সবরমক স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে ৷ সেই মতো পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছে ।
আজ পরীক্ষাকেন্দ্রের বাইরে রাস্তাতেই সামাজিক দূরত্ব বজায় থাকতে দেখা যায় পরীক্ষার্থীদের ৷ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দিষ্ট দূরত্বে দাগ টেনে দেওয়া হয়েছে ৷ পরীক্ষাকেন্দ্রের ভিতরে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে ৷ ভিতরে ঢুকলেই থার্মাল গান দিয়ে পরীক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে ৷ স্যানিটাইজ়ারের পাশাপাশি দেওয়া হচ্ছে ফেস শিল্ড ও ফেস মাস্ক ৷