কলকাতা, 24 মার্চ: কংগ্রেসের রাহুল গান্ধির পাশে দাঁড়ালেন জেডিএস-এর এইচ ডি কুমারস্বামী (JDS Leader HD Kumaraswamy) ৷ রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে তিনি নিশানা করলেন বিজেপিকে (BJP) ৷ সংসদের তরফে নেওয়া এই সিদ্ধান্তকে তিনি রাজনৈতিক প্রতিহিংসা বলেই উল্লেখ করেছেন ৷ শুক্রবার দুপুরে কলকাতায় পৌঁছান কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী ৷ বিমানবন্দরের বাইরে এসেই তিনি এই প্রতিক্রিয়া দেন ৷
কুমারস্বামী কলকাতায় এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে (Kumaraswamy Mamata Banerjee Meeting) ৷ এদিনই তিনি বৈঠক করবেন মমতার সঙ্গে ৷ গত মঙ্গলবার কুমারস্বামীর সঙ্গে বৈঠকের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ কী নিয়ে বৈঠক সেই সময় মুখ্যমন্ত্রী কিছু খোলসা করতে চাননি ৷ এদিন বিমানবন্দরে কুমারস্বামীও এই বৈঠক নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷
প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক শক্তিগুলিকে একজোট করার কথা দীর্ঘদিন ধরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি মমতা তাঁর কালীঘাটের বাড়িতে বৈঠক করেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে ৷ তার পর চলতি সপ্তাহে তিনি তিনদিনের জন্য ওড়িশায় ছিলেন ৷ পুরীর মন্দিরে পুজো দেন৷ পুরীতে পশ্চিমবঙ্গ সরকারের গেস্ট হাউজ তৈরির জন্য জমি দেখেন ৷ পরে বৈঠক করেন সেখানকার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের নেতা নবীন পট্টনায়কের সঙ্গে ৷ এবার মমতার বৈঠক হতে চলেছেন কুমারস্বামীর সঙ্গে ৷