কলকাতা, ৩০ মার্চ : "রাজ্যের নির্বাচন কমিশনের বেশ কিছু ঘরে ঘুঘুর বাসা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের মদতে সেগুলি করা হয়েছে।" আজ BJP-র রাজ্য দপ্তরে সাংবাদিকে বৈঠকে একথা বলেন BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।
রাজ্যের নির্বাচন কমিশনের ঘরে ঘুঘুর বাসা : জয়প্রকাশ মজুমদার - abhishek banerjee
রাজ্যের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। আজ রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, "ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয় ফুটপাথ দখল করে তৈরি হয়েছে। আমরা গতকালও এবিষয়ে অভিযোগ করেছিলাম। কিন্তু DM বা SP কারও সেই কার্যালয় ভেঙে ফেলার সাহস হয়নি। প্রত্যেকদিন সেগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি।"
তিনি অভিযোগ করেন, "রাজ্যের পুলিশ-প্রশাসনের একটা বড় অংশ নিরুপায় হয়ে কিংবা ইচ্ছে করে শাসক দলের তাবেদারি করছে। তাঁদের উপর নির্ভর করে CEO-কে কাজ চালাতে হচ্ছে। এই রাজ্যে এক ভয়ানক পরিবেশ তৈরি হয়েছে।"