পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাক্তার,নার্স, স্বাস্থ্যকর্মীদের এক পয়সারও বিমা করেননি মুখ্যমন্ত্রী : জয়প্রকাশ

রাজ্যের চিকিৎসক, নার্স ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য এক পয়সারও জীবন বিমা করেননি মুখ্যমন্ত্রী ৷ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ৷

জয়প্রকাশ মজুমদার
জয়প্রকাশ মজুমদার

By

Published : Apr 13, 2020, 10:22 PM IST

কলকাতা, 13 এপ্রিল : বিশ্বজুড়ে জরুরি পরিষেবায় যুক্তরা প্রতিনিয়ত লড়াই করে চলেছেন কোরোনা সংক্রমণ রুখতে ৷ চিকিৎসক, নার্স ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে কোরোনা আক্রান্তদের চিকিৎসা করে চলেছেন ৷ বিভিন্ন সরকার বিভিন্নভাবে তাঁদের সাহায্য করার চেষ্টা করছে ৷ কিন্তু, রাজ্যের চিকিৎসক, নার্স ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য এক পয়সারও জীবন বিমা করেননি মুখ্যমন্ত্রী ৷ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ৷

তিনি আজ বলেন, মুখ্যমন্ত্রী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স চালকদের জন্য 10 লাখ টাকার জীবন বিমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ নবান্নের বৈঠকে তিনি একথা জানিয়েও ছিলেন ৷ কিন্তু এখনও কেউ কিছু পাননি ৷ জয়প্রকাশ প্রমাণস্বরূপ বলেন, "ন্যাশনাল লাইফ ইনসুরেন্স, ইউনাইটেড ইন্ডিয়া, ওরিয়েন্টাল ও নিউইন্ডিয়ার মতো সংস্থার সঙ্গে আমরা কথা বলেছি ৷ কিন্তু, কোনও সংস্থার সঙ্গেই রাজ্য সরকারের তরফে যোগাযোগ করা হয়নি ৷ আমরা সব খবর নিয়েছি ৷ কয়েকটি বেসরকারি সংস্থার তরফে বলা হয়, অর্থমন্ত্রক তাদের সঙ্গে এবিষয়ে কথা বলেছিলেন ৷ কিন্তু, পরে আর যোগাযোগ করা হয়নি ৷"

রাজ্য সরকারকে এই বিষয়ে চ্যালেঞ্জও করেন জয়প্রকাশ ৷ বলেন, "মুখ্যমন্ত্রীকে আমরা চ্যালেঞ্জ করছি ৷ আমাদের এই অভিযোগের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ দিক রাজ্য সরকার ৷ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে উপযুক্তভাবেই এই বিষয়ে জানানো হোক ৷ তবে, মুখ্যমন্ত্রী কথায় যেটা বলেছেন, কাজে সেটা করেননি ৷"

ABOUT THE AUTHOR

...view details