কলকাতা, 28 জানুয়ারি : ফের একবার মুখ্যমন্ত্রীকে উত্ত্যক্ত করতে জয় শ্রীরাম স্লোগান । এবার একেবারে বিধানসভা কক্ষের ভিতরেই । ভরা বিধানসভা কক্ষের মধ্যে মুখ্যমন্ত্রীকে উত্ত্যক্ত করতে চলল জয় শ্রীরাম স্লোগান । এরপরই তুমুল হইচই শুরু হয়ে যায় বিধানসভার অধিবেশন কক্ষের ভিতরে ।
বিধানসভায় বিশেষ অধিবেশন চলছে । আজ দ্বিতীয় দিন । বিতর্ক গতকাল থেকেই শুরু হয়েছিল, যখন রাজ্যপালের ভাষণ ছাড়াই বিধানসভার অধিবেশন শুরু হয়ে গিয়েছিল । এরপর আজ বিধানসভায় বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সময়ই মুখ্যমন্ত্রীর 'মুখ ফসকে' বেরিয়ে যায় 'ধর্মীয় সুড়সুড়ি' দেওয়া মন্তব্য । দলত্যাগী বিজেপি নেতাদের উদ্দেশে বিধানসভায় বলে ফেলেন, "হিন্দু যখন মুসলিম হয়, তখন গো মাংস বেশি করে খায় ।" সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বিতর্ক, হট্টগোল । পরিস্থিতি সামাল দিতে নিজের মন্তব্য প্রত্যাহার করে নেন মুখ্যমন্ত্রী ।
বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গা মুখ্যমন্ত্রীর উদ্দেশে বারবার জয় শ্রীরাম ধ্বনি দেন । বিজেপির 9 জন বিধায়ক ওয়াকআউট করেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় । আজ বিধানসভায় দ্বিতীয়ার্ধে কেন্দ্রীয় সরকারের নয়া তিনটি কৃষি আইনের বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী । সর্বসম্মত সেই প্রস্তাব পাঠ করার সময় বিজেপির পক্ষ থেকে প্রবল আপত্তি জানানো হয় । বিজেপির বিধায়ক দুলাল বর, সদ্য দলবদল করে যাওয়া পুরুলিয়ার সুদীপ মুখোপাধ্যায়সহ সকলেই মুখ্যমন্ত্রীর উদ্দেশে জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন ।