পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৃক্ষরোপণ দিয়ে যাত্রা শুরু জয় হিন্দ বাহিনীর - planting

বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে যাত্রা শুরু করল জয় হিন্দ বাহিনী । কালীঘাটে বৃক্ষরোপণ করে জয় হিন্দ বাহিনীর যাত্রার শুরু হল ।

বৃক্ষরোপণ দিয়ে যাত্রা শুরু জয় হিন্দ বাহিনীর

By

Published : Jun 6, 2019, 3:02 AM IST

Updated : Jun 6, 2019, 3:13 AM IST

কলকাতা, 6 জুন : বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে যাত্রা শুরু হল জয় হিন্দ বাহিনীর । গতকাল কালীঘাটে বৃক্ষরোপণ করে জয় হিন্দ বাহিনীর যাত্রার শুভারম্ভ করলেন করলেন তৃণমূল সাংসদ মালা রায়, রাজ‍্যের বিদুৎ ও পরিবেশ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং জয় হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা ।

জয়শ্রীরামের পালটা হিসেবে জয় হিন্দ এবং জয় বাংলা স্লোগান তুলেছে তৃণমূল কংগ্রেস । এর আগে কালীঘাটের কোর কমিটির বৈঠকে জয় হিন্দ বাহিনীর গঠন করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । কার্তিক বন্দ্যোপাধ্যায় এবং গণেশ বন্দ্যোপাধ্যায় এই বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণের মধ্য দিয়েই যাত্রা শুরু করল জয় হিন্দ বাহিনী। বৃক্ষরোপণ করলেন মালা রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা।

মালা রায় বলেন, "কত মানুষের ঘরবাড়ি থাকে না। গাছের তলায় আশ্রয় নেয় তারা । মানুষ নির্দ্বিধায় সেই গাছ কেটে দেয়। এর ফলে ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যায় ।" তবে জয় হিন্দ বাহিনীর যাত্রাপথের সূচনালগ্নে কোনও রাজনৈতিক বক্তব্য বা রাজনীতিকে তুলে ধরলেন না উদ্যোক্তারা ।

Last Updated : Jun 6, 2019, 3:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details