কলকাতা, 5 ডিসেম্বর : ভয়াবহ দুর্যোগের আশঙ্কা কেটে গিয়ে নিম্নচাপে পরিণত হল জাওয়াদ (Jawad Weather Forecast) ৷ যার ফলে ওড়িশা উপকূল ধরে পশ্চিমবঙ্গের দিকে নিম্নচাপটি ঢোকার কথা থাকলেও, কোনও ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে, নিম্নচাপের জেরে সকাল থেকেই লাগাতার বৃষ্টি হয়ে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (Continuous Rain in Coastal Bengal) ৷ এক সময় ঘূর্ণঝড় হিসেবে অন্ধ্র-ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসছিল জাওয়াদ ৷ কিন্তু, শনিবার সকালেই সেটি শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয় ৷ আগেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, সেটি উপকূল ধরেই পুরী হয়ে বাংলার দিকে এগিয়ে আসবে ৷ তবে, ততক্ষণে জাওয়াদ শক্তিক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হবে ৷
আজ সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতার ৷ সকাল 7টার পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে চলেছে শহরে ৷ জাওয়াদ সাধারণ নিম্নচাপে পরিণত হওয়ার পর আর ক্ষয়ক্ষতির কোনও আশঙ্কা নেই ৷ কিন্তু, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে (Heavy Rain Forecast in South Bengal) ৷ তবে, জাওয়াদ নিম্নচাপে পরিণত হওয়ায়, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে হাওয়া প্রশাসন ৷ এ দিন সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ যা স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 20.1 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ এটি স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি বেশি ৷
আরও পড়ুন : Cyclone Jawad : বাংলার দিকে এগোনোর পর শক্তি হারাবে জাওয়াদ, সোমবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত