কলকাতা, 1 নভেম্বর:গোলপার্ক সভ্যবৃন্দ আয়োজিত জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja 2022) আজ উদ্বোধন করবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । তবে এই পুজোর ব্যানারেই যেন বড় চমক । ব্যানারে লেখা প্রধান উপদেষ্টার নাম - কসবার বিধায়ক তথা তৃণমূল নেতা জনাব জাভেদ আহমেদ খান (Javed Ahmed Khan)। আর সেই পুজোরই চেয়ারম্যান পদে একই ব্যানারে নাম বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের (Sushanta Ghosh)। তিনি জাভেদ খানের বিরোধী গোষ্ঠী হিসেবেই পরিচিত । তবে দুই যুযুধান এক জায়গায় আসার কারণ কি দলনেত্রীর নির্দেশ ? উঠছে প্রশ্ন ।
সুশান্ত ঘোষ ও জাভেদ খানের গোষ্ঠীকোন্দল নতুন নয় (Javed-Sushanta Name in Same Banner)। তপসিয়া খালপাড়ে ঝুপড়ি পুড়ে গেলে সেখানে সুশান্ত ঘোষ গেলে জাভেদ গোষ্ঠীর লোকজন তাঁকে মারধর করে বলে অভিযোগ উঠেছিল । এমনকী হাসপাতালে ভর্তিও ছিলেন সুশান্ত । মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে ছুটে গিয়ে সে বার জাভেদ খানকে সতর্ক করেছিলেন । তবে সেই ঝামেলা তার পরেও অব্যাহত ছিল ।