কলকাতা, 22 মার্চ : অন্যান্য রবিবার মানিকতলা যা ছবি থাকে আজকে মানিকতলা ছবিটা সম্পূর্ণ বিপরীত । প্রতি রবিবার মানিকতলার মতো ব্যস্ততম বাজারে প্রচুর মানুষের ভিড় থাকে । কিন্তু জনতা কারফিউয়ের জন্য আজ স্তব্ধ শহরের অন্যতম ব্যস্ততম এলাকা ৷
জনতা কারফিউ, বন্ধ মানিকতলার ব্যস্ততম বাজার - janata curfew, pin drop silence at maniktala bazar
শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মানিকতলা বাজারে আসেন বাজার করতে । আজ সেই বাজারে স্তব্ধতা । বাজারের সমস্ত দোকান বন্ধ । রাস্তায় লোক ছিল হাতে গোনা । মানিক তলার মোড় এর মতো ব্যস্ততম রাস্তায় গাড়ি সংখ্যা প্রায় নেই বললেই চলে । অন্যান্য দিনের তুলনায় আজ রাস্তা সম্পূর্ণভাবে জনবিহীন ।
শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মানিকতলা বাজারে আসেন বাজার করতে । আজ সেই বাজারে স্তব্ধতা । বাজারের সমস্ত দোকান বন্ধ । রাস্তায় লোক ছিল হাতে গোনা । মানিক তলার মোড় এর মতো ব্যস্ততম রাস্তায় গাড়ি সংখ্যা প্রায় নেই বললেই চলে । অন্যান্য দিনের তুলনায় আজ রাস্তা সম্পূর্ণভাবে জনবিহীন ।
মানিকতলা চত্বরে বাজার এর সঙ্গেই সমস্ত নিত্যপ্রয়োজনীয় দোকানপাটও আজ বন্ধ ছিল । সকাল থেকে হাতেগোনা দু'একটি ওষুধের দোকান বাদ দিয়ে কোনও দোকান খোলা নেই । দু’একজন যারা রাস্তায় বেরিয়েছেন তারা জানিয়েছেন অত্যন্ত প্রয়োজনীয় তাই বাধ্য হয়েই রাস্তায় বেরিয়েছেন তাঁরা ৷