কলকাতা, 6 ডিসেম্বর: বাবরি মসজিদ ধংসের দিনে দেশজুড়ে বিভাজন-বিদ্বেষের রাজনীতি ও কর্পোরেটতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়ে কলকাতা থেকে বেনারস 'জনচেতনা যাত্রা' । 12টি বিপ্লবী, সংগ্রামী বামপন্থী সংগঠন ও গণতান্ত্রিক, প্রগতিশীল চেতনার ব্যক্তিবর্গের যৌথ উদ্যোগে এই 'জনচেতনা যাত্রা' কলকাতা থেকে বুধবার শুরু হয়েছে । শেষ হবে বারাণসীতে ৷ এ দিন ধর্মতলায় যাত্রা শুরুর আগে কলকাতা পৌরনিগম ভবনের পাশে জমায়েতের পর সভা ও মিছিল হয় রাজাবাজার পর্যন্ত ৷
এদিন সিপিআই(এমএল) রেড স্টার নেতা অলীক চক্রবর্তী বলেন, "বিজেপি-আরএসএসের শাসন আদানি-আম্বানির সঙ্গে হাত মিলিয়ে দেশকে এক চরম সংকটের দিকে নিয়ে চলেছে । সাম্রাজ্যবাদ তথা বহুজাতিক সংস্থার স্বার্থে নয়া অর্থনৈতিক নীতি তথা নয়া উদারবাদের নামে লাগামছাড়া বেসরকারিকরণ চলছে । উন্নয়নের নামে কর্পোরেট পুঁজির লুঠের জন্য অবাধে খুলে দেওয়া হচ্ছে জল-জঙ্গল-জমি-খনি-পাহাড় । ব্যাপক জনগণকে জবরদস্তি উচ্ছেদ করে তাদের জমি ও জীবিকা ছিনিয়ে নেওয়া হচ্ছে ও পরিবেশ বাস্ততন্ত্রের ব্যাপক ক্ষতি করা হচ্ছে । অর্থাৎ, যারা এসব করছে তারাই এক সময় বাবরি মসজিদের স্থাপথ্য ভেঙে ফেলেছিল । তারাই এখন দেশ চালাচ্ছে । তাদের থেকে মুক্তি পেতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করাই মূল লক্ষ্য আমাদের ।"
যৌথ মঞ্চের আহবায়ক কুশল দেবনাথ জানান, এই যাত্রা হুগলি, পূর্ব বর্দ্ধমান, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ড, বিহার হয়ে উত্তরপ্রদেশের বারাণসীতে গিয়ে শেষ হবে আগামী 20 ডিসেম্বর । স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও এই উদ্যোগে সামিল হয়ে এলাকায় এলাকায় একাধিক কর্মসূচি নেবে । বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অলীক চক্রবর্তী । তৃণমূল সিপিএমকে আক্রমণ করে তাঁর দাবি, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট একটা নির্বাচনী জোট । আজ এখানে যে ক'টা রাজনৈতিক দল রয়েছে তারা কেউই সেখানে নেই । কারণ, ওরা বিজেপি বিরোধী নয় । যে যার স্বার্থে একাট্টা হয়েছে ।