পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jamtara Gang: অপরাধের ধরন বদলাচ্ছে জামতাড়া গ্যাং, চিন্তায় গোয়েন্দারা - জাল আধার কার্ড

অপরাধের ধরন বদলাচ্ছে জামতাড়া গ্যাং ৷ এবার নথি জাল করার কাজ শুরু করেছে জামতাড়া গ্যাংয়ের সদস্যরা ৷ ওই গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে জাল পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ডের মতো পরিচয়পত্র উদ্ধার করেছে রাজ্য পুলিশের গোয়েন্দারা ৷

jamtara-gang-changed-their-pattern-of-crime
অপরাধের ধরন বদলাচ্ছে জামতাড়া গ্যাং, চিন্তায় গোয়েন্দারা

By

Published : Sep 6, 2021, 5:21 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : ক্রমেই কোণঠাসা হচ্ছে কুখ্যাত জামতাড়া গ্যাং ৷ একদিকে রাজ্য পুলিশের এসটিএফের চাপ এবং অপরদিকে কলকাতা পুলিশের এসটিএফের সাড়াশি আক্রমণ ৷ দু’য়ের চাপে পড়ে অকেনটাই ব্যাকফুটে জামতাড়া গ্যাং ৷ তাদের আগেকার অপরাধের ধরনের সঙ্গে এখনকার অপরাধের অনেকাংশেই মিল নেই ৷ গোয়েন্দাদের বক্তব্য ব্যাঙ্ক জালিয়াতি, সাইবার জালিয়াতিতে এখন অনেকটাই মার খাচ্ছে জামতাড়া গ্যাং এর সদস্যরা ৷ ফলে এবার অপরাধের ধরনের মধ্যে পরিবর্তন আনছে জামতাড়া গ্যাং ৷ এবার জাল পরিচয়পত্র তৈরি করার কাজে হাত পাকাচ্ছে কুখ্যাত জামতাড়া গ্যাং ৷

কিন্তু এখানেই গোয়েন্দাদের চিন্তা কিছুটা বেড়েছে ৷ প্রশ্ন উঠছে, কুখ্যাত জামতাড়া গ্যাং, যারা কিনা জালিয়াতি, ব্যাঙ্ক জালিয়াতি, সাইবার হামলায় পারদর্শী ৷ তারা আচমকা কেন এই চিরাচরিত অপরাধের ধরন বদলে ফেলছে ? গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি রাজ্যের আনাচে-কানাচে মাথাচাড়া দিয়ে উঠেছিল এই কুখ্যাত জামতাড়া গ্যাংয়ের মডিউল ৷ কলকাতা পুলিশের এসটিএফ’র গোয়েন্দা ও রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ লাগাতার ধরপাকড় চালানোর পর কিছুটা কমেছে এদের বাড়বাড়ন্ত ৷ কিন্তু, প্রতিটি ঘটনায় ধৃত জামতাড়া গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রী চোখ খুলে দিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দাদের ৷

আর পড়ুন : Dilip Ghosh : ভবানীপুরের উপনির্বাচন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলীপের

কারণ, উদ্ধার হওয়া সামগ্রীগুলির মধ্যে ছিল জাল পাসপোর্ট, জাল আধার কার্ড এবং জাল ভোটার কার্ড ৷ এর বাইরেও ধৃতদের জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন যে, নিজেদের পরিচয় গোপন করে, কলকাতা ও শহরতলির আনাচে-কানাচে গা ঢাকা দিয়ে থাকত তারা ৷ মূলত জাল পরিচয়পত্র তৈরির কাজের জন্য এরা জড়ো হচ্ছিল ৷ এক্ষেত্রে গোয়েন্দারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে এমন বেশ কয়েকজনের সন্ধান ইতিমধ্যেই পেয়েছেন ৷

আর পড়ুন : Murder : 'স্ত্রীকে খুন করেছি, আপনারা চলুন', থানায় হাজির ব্যাঙ্ক আধিকারিক

গোয়েন্দা সূত্রে খবর, মূলত ভিনরাজ্য থেকে নিজেদের সদস্যদের এনে এখানকার পরিচয়পত্র দেওয়া হত ৷ তার পর তাদের পাকাপাকিভাবে এই রাজ্যের বাসিন্দা সাজিয়ে মূলত নিজেদের স্লিপার সেলকে মজবুত করছিল জামতাড়া গ্যাং ৷ তাছাড়াও জাল পরিচয়পত্র বানিয়ে যে শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করত তেমনটা নয় ৷ গোয়েন্দারা জানতে পেরেছেন, অন্য দুষ্কৃতীদের সঙ্গেও যোগাযোগ বজায় রাখছিল ধৃতরা ৷ টাকার বিনিময়ে ওই দুষ্কৃতীদের জাল পরিচয়পত্র বানিয়ে দিত ৷ এক্ষেত্রে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, জামতাড়া গ্যাংয়ের সদস্যদের সঙ্গে নাশকতামূলক কাজকর্মে যুক্তদেরও যোগাযোগ রয়েছে ৷ আর সেই সব সংগঠনের হাতেও হয়তো জাল পরিচয়পত্র তুলে দিয়েছে জামতাড়া গ্যাং ৷

ABOUT THE AUTHOR

...view details