কলকাতা, 6 সেপ্টেম্বর : ক্রমেই কোণঠাসা হচ্ছে কুখ্যাত জামতাড়া গ্যাং ৷ একদিকে রাজ্য পুলিশের এসটিএফের চাপ এবং অপরদিকে কলকাতা পুলিশের এসটিএফের সাড়াশি আক্রমণ ৷ দু’য়ের চাপে পড়ে অকেনটাই ব্যাকফুটে জামতাড়া গ্যাং ৷ তাদের আগেকার অপরাধের ধরনের সঙ্গে এখনকার অপরাধের অনেকাংশেই মিল নেই ৷ গোয়েন্দাদের বক্তব্য ব্যাঙ্ক জালিয়াতি, সাইবার জালিয়াতিতে এখন অনেকটাই মার খাচ্ছে জামতাড়া গ্যাং এর সদস্যরা ৷ ফলে এবার অপরাধের ধরনের মধ্যে পরিবর্তন আনছে জামতাড়া গ্যাং ৷ এবার জাল পরিচয়পত্র তৈরি করার কাজে হাত পাকাচ্ছে কুখ্যাত জামতাড়া গ্যাং ৷
কিন্তু এখানেই গোয়েন্দাদের চিন্তা কিছুটা বেড়েছে ৷ প্রশ্ন উঠছে, কুখ্যাত জামতাড়া গ্যাং, যারা কিনা জালিয়াতি, ব্যাঙ্ক জালিয়াতি, সাইবার হামলায় পারদর্শী ৷ তারা আচমকা কেন এই চিরাচরিত অপরাধের ধরন বদলে ফেলছে ? গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি রাজ্যের আনাচে-কানাচে মাথাচাড়া দিয়ে উঠেছিল এই কুখ্যাত জামতাড়া গ্যাংয়ের মডিউল ৷ কলকাতা পুলিশের এসটিএফ’র গোয়েন্দা ও রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ লাগাতার ধরপাকড় চালানোর পর কিছুটা কমেছে এদের বাড়বাড়ন্ত ৷ কিন্তু, প্রতিটি ঘটনায় ধৃত জামতাড়া গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রী চোখ খুলে দিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দাদের ৷
আর পড়ুন : Dilip Ghosh : ভবানীপুরের উপনির্বাচন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলীপের