কলকাতা, 25 মে: জামাইষষ্ঠী । যা নিয়ে জামাইদের আনন্দের অন্ত থাকে না ৷ বরাবরই তাঁরা শ্বশুরবাড়িতে আতিথেয়তা পেয়ে থাকেন ৷ তবে জামাইষষ্ঠীর দিনের বেশ অন্যরকম আতিথেয়তার জন্য সব জামাই-ই বছরভর অপেক্ষায় থাকেন ৷ হরেক ব্যস্ততা সত্ত্বেও বাবাজীবনেরা এদিন চেষ্টা করেন শ্বশুরবাড়ি যেতে ৷ আর শাশুড়িরাও বছরভর জামাইকে আদর যত্ন করলেও এদিন ফোঁটা দেওয়ার সঙ্গে নিজে হাতে রান্না করে খাওয়াতে চান ৷
সরকারি চাকুরে জামাইদের জন্য তো অর্ধদিবস ছুটি ঘোষণা হয়েই গিয়েছে আগেই ৷ আর বেসরকারি চাকুরে জামাইদের হয় ছুটি নিতে হবে আর না হলে সেই অফিস সেরে শ্বশুরবাড়ি ৷ তবে খাওয়া-দাওয়া কম হবে না তার জন্য ৷ শত হলেও বাড়তি খাতির যত্ন পাওয়ার এ এক উৎকৃষ্ট দিন, ছাড়লে চলে ? আসন পেতে মাথায় ধান দুব্বো দিয়ে আদরের বাবাজীবনকে আশীর্বাদ, সঙ্গে বাহারি খাবার ও হাতপাখার বাতাস... আহা ! এসব মিস করলে পস্তাতে হবেই ৷
যদিও এসব সাবেকি নিয়মপালন এখন অবশ্য আগের থেকে কমে গিয়েছে ৷ তবে খাবারে রকমারি বরং আগের চেয়ে বেড়েছে ৷ কেউ ঘরেই নিজে হাতে রাঁধেন রকমারি রান্না, কেউ আনেন হোম ডেলিভারি তো আবার কেউ এসব ঝুটঝামেলা ছেড়ে চলে যান পছন্দের রেস্তোরাঁয় । আর তাই রেস্তোরাঁগুলিও এদিনের অপেক্ষায় থাকে ৷ তারাও প্রস্তুত থাকে নানারকমের ভিন্ন স্বাদের পদ নিয়ে । এবারেও দক্ষিণ কলকাতার দুটি রেস্তোরাঁর কিছু লোভনীয় মেনুর খোঁজ পাওয়া গিয়েছে । তবে ইচ্ছে হলে এই মেনুগুলি বাড়িতে বানিয়েও ফেলা যায় অনায়াসেই । তবে, তার জন্য বেশ খাটুনি আছে শাশুড়ি মাতাদের ।