কলকাতা, 6 ডিসেম্বর : রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন । তার মধ্যে সিপিআইএম, কংগ্রেস ও বিজেপিরও কয়েকজন রয়েছেন । জেল থেকে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এই দাবিই করলেন সুদীপ্ত সেন । যদিও সেই চিঠির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । পাশাপাশি সাত বছর চুপ থাকার পর বিধানসভা ভোটের আগে তাঁর এই চিঠি লেখা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ।
সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুদীপ্ত সেন । যে চিঠিটি প্রকাশ্যে এসেছে সেখানে যাঁরা তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিবিআই ও পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি । লেখা রয়েছে, "আমি সুদীপ্ত সেন । সারদা গ্রুপ অফ কম্পানিজ়ের মালিক ও ডিরেক্টর । আপনাদের জানাতে চাই যে একাধিক প্রভাবশালী ব্যক্তি আমার থেকে প্রচুর আর্থিক সাহায্য নিয়েছেন । কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি ।"
1 তারিখে পাঠানো ওই চিঠিতে তিনি সিপিআইএম, কংগ্রেস ও বিজেপির কয়েকজন নেতার নাম উল্লেখ করেছেন । দু'পাতার এই চিঠিতে অধীর চৌধুরি 6 কোটি টাকা, শুভেন্দু অধিকারী 6 কোটি টাকা, সুজন চক্রবর্তী 9 কোটি টাকা ও বিমান বসু 2 কোটি টাকা নিয়েছেন বলে দাবি করেছেন তিনি । মুকুল রায়ের নাম উল্লেখ করা হলেও তিনি কত টাকা নিয়েছেন তার পরিমাণ লেখা নেই । তিনি নাকি এত টাকা নিয়েছেন যে মনে করতে পারছেন না । সঙ্গে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য পুলিশ ও সিবিআইয়ের কাছে আবেদন করেছেন ।
আরও পড়ুন , লোকসানে চলা চ্যানেল 6 কোটিতে কেন কিনলেন সুদীপ্ত ? শুভাপ্রসন্নকে প্রশ্ন ED-র