পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জেল হেফাজতের মেয়াদ বাড়ল - নিয়োগ দুর্নীতি

জেল হেফাজতের মেয়াদ বাড়ল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ৷ বুধবার ব্যাঙ্কশাল আদালত তাঁকে 19 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

ETV Bharat
শান্তনু বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 5, 2023, 6:04 PM IST

কলকাতা, 5 এপ্রিল:"নিজের মোবাইলের ব্যবসা ছিল । রাস্তা থেকে উঠে আসিনি ।" বুধবার ব্যাঙ্কশাল আদালতের শুনানিতে আত্মপক্ষ সমর্থনে এমনই দাবি করলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় । যদিও এদিনও জেল হেফাজতের মেয়াদ বেড়েছে শান্তনুর ৷ বিচারক তাঁকে আগামী 19 এপ্রিল পর্যন্ত জেলে থাকার নির্দেশ দিয়েছেন ৷

এদিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হয়ে আদালতে তাঁর আইনজীবী অভিযোগ করেন, তাঁর মানহানি করার চেষ্টা হচ্ছে । শান্তনুর কাছ থেকে কোনও টাকা উদ্ধার হয়নি বলে জানিয়ে এদিন তাঁর আইনজীবী অভিযোগ করেন, তাঁর নিজের ব্যবসার অর্থকে ইডি চুরির টাকা বলে বোঝাতে চাইছে । তাই অবিলম্বে তাঁর জামিন হওয়া উচিত ।

এদিন ব্যাঙ্কশাল আদালতে শান্তনুর তরফে আইনজীবী প্রীতম ভট্টাচার্য বলেন, "তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি 300টি অ্যাডমিট কার্ড রেখে দিয়েছিলেন । উনি এতটাই বোকা যে 300টি অ্যাডমিট কার্ড বাড়িতে সাজিয়ে রেখে দেবেন ?" শান্তনুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিচারক প্রশ্ন করায় তিনি জানান, তাঁর মক্কেল উচ্চমাধ্যমিক পাশ । মাল্টিমিডিয়া আইটিতে ডিপ্লোমা করেছেন । হোটেল ব্যবসা রয়েছে তাঁর । রয়েছে নিজস্ব মোবাইলের ব্যবসা রয়েছে। যেসব অর্থের কথা বলা হচ্ছে তা সব ওনার ব্যবসার । কোনও নগদ টাকা উদ্ধার হয়নি ।

অন্যদিকে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, "উনি সরকারি কর্মী হলে ব্যবসা কি করে করেন ? নামে-বেনামে মোট 20 কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে । শান্তনুর ছেলের নামে কোম্পানির হদিশ মিলেছে । ওনার ছেলের নাম হল ইভান । ছেলের নামে কোম্পানি । উনি WBSEDCL-এ চাকরি করেন । সেখান থেকে ওনার চাকরি বাবদ 2-6 লক্ষ টাকা বার্ষিক আয় । তাহলে কিভাবে ওনার নামে-বেনামে 20 কোটি টাকার সম্পত্তি হয় ? ছেলের নামে তাঁর কোম্পানিতে নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছে এবং নগদে বিভিন্ন সম্পত্তি কেনা হয়েছে ।"

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বেআইনি বালি খাদান যোগ !

শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে এদিন জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায় ইডি । পাশাপাশি ইডি'র তরফে একটি কেস ডায়েরি এদিন আদালতে দেওয়া হয়েছে যেখানে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে । শুনানির পর বিচারক এদিন শান্তনুর জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে দেন ৷

ABOUT THE AUTHOR

...view details