কলকাতা, 15 নভেম্বর : কাশ্মীরের কুলগামে জঙ্গিহানায় জখম জহিরুদ্দিন সরকারের চিকিৎসা চলছে SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ৷ এখনও তাঁর চোখে-মুখে আতঙ্কের ছাপ রয়েছে । ঘটনার আতঙ্ক তাঁকে এখনও তাড়া করে বেড়াচ্ছে বলেও জানা গেছে ।
মুর্শিদাবাদ থেকে কাশ্মীরের কুলগামে কাজ করতে গেছিলেন বেশ কয়েকজন শ্রমিক । ২৯ অক্টোবর তাঁদের উপর জঙ্গিহানা হয় । জহিরউদ্দিনও শ্রমিকদের ওই দলে ছিলেন । জঙ্গিদের গুলিতে পাঁচজনের মৃত্যু হয় । গুলিবিদ্ধ হন জহিরুদ্দিন । গুলি তাঁর হাত-পায়ে লাগে ।
কাশ্মীরের একটি হাসপাতালে এতদিন জহিরউদ্দিনের চিকিৎসা চলছিল । বুধবার রাতে তাঁকে রাজ্যে আনা হয় ৷ দমদম বিমানবন্দর থেকে জহিরউদ্দিনকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে । তাঁর বিবি পারমিতা খাতুন গতকাল বলেন, জহিরুদ্দিনের শারীরিক অবস্থার বিষয়ে তিনি এখনও চিন্তায় রয়েছেন ।
জহিরুদ্দিনের শারীরিক অবস্থা নিয়ে SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্রর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "জহিরুদ্দিনের চিকিৎসা এখন ট্রমা কেয়ার সেন্টারে চলছে । এর পরে প্লাস্টিক সার্জারিতে তাঁর জখম হাত-পায়ের চিকিৎসা করা হবে ।"
তবে জহিরুদ্দিনের বাড়ির লোকেরা বলেন, আজ তাঁকে SSKM হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে । হাত-পায়ের ঘা না শুকোলে প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা শুরু করা যাবে না বলে তাঁদের জানানো হয়েছে ।