পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিক্ষোভের জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ না নিয়ে ফিরে গেলেন আচার্য - কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

নজরুল মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার পর নোবেলজয়ী অভিজিৎ ব‍ন্দ্যোপাধ্যায়ের হাতে D.Litt তুলে দেন উপাচার্য । কিন্তু আচার্য ছাড়া তা সম্ভব ছিল না । রাজ্যপালের কয়েকটি টুইট থেকে এর কারণ জানা যায় । কলকাতা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অভিজিৎ ব‍ন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা । এই দুই কারণে তিনি অনুমতি দিয়েছিলেন ।

C.U convocation agitation
বিক্ষোভের মুখে রাজ্যপালের গাড়ি

By

Published : Jan 28, 2020, 8:35 PM IST

কলকাতা , 28 জানুয়ারি : কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ না করেই ফিরে যেতে হল রাজ্যপালকে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর ফের তিনি আজ বিক্ষোভের মুখে পড়েন । তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বিক্ষোভ দেখায় । বিক্ষোভের জেরে নির্দিষ্ট সময়ে সমাবর্তন শুরু করা যায়নি । রাজ্যপাল সমাবর্তন মঞ্চে আসবেন না - উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এই প্রতিশ্রুতি দেওয়ার পর বিক্ষোভ বন্ধ করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । বিক্ষোভের জেরে প্রায় আধ ঘন্টা দেরিতে শুরু হয় সমাবর্তন ।

নজরুল মঞ্চে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয় । দুপুর 1টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল । সমাবর্তন অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক D.Litt দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন । কিন্তু, আজ সকালে শোনা যায় সমাবর্তনে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী আসছেন না । অনুষ্ঠানে আমন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড়ের গাড়ি 12টা 45 মিনিট নাগাদ নজরুল মঞ্চে ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। রাজ্যপালকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় । বিক্ষোভের মধ্যেই নজরুল মঞ্চে প্রবেশ করেন রাজ্যপাল । তখন মঞ্চের ভিতরেও বিক্ষোভ শুরু হয় । উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ থামানোর চেষ্টা করে ব্যর্থ হন । শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশ না নিয়ে রাজ্যপাল নজরুল মঞ্চ ছেড়ে বেরিয়ে যান । রাজ্যপাল অনুষ্ঠান মঞ্চে উঠবেন না বলে আশ্বাস দেওয়ার পরে বিক্ষোভকারীরা শান্ত হয় । আচার্য চলে যাওয়ার পর প্রায় আধ ঘণ্টা দেরিতে সমাবর্তন শুরু হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় । সমাবর্তন শেষে তিনি সাংবাদিক বৈঠকে বলেন , "আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ছিল । সমাবর্তন অনুষ্ঠান হয়েছে । ছাত্ররা রাজ্যপালের উপস্থিতিতে ডিগ্রি নিতে চায়নি। রাজ্যপাল ফিরে গেছেন । আমাদের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে । "


অন্যদিকে, রাজ্যপাল না থাকলে কী করে নোবেলজয়ীকে D.Litt দেওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল সংশ্লিষ্ট মহলে । কারণ, রাজ্যপাল সমাবর্তনের দিনই D.Litt - এর শংসাপত্রে সাক্ষর করবেন বলে জানা গিয়েছিল । যদিও, রাজ্যপাল চলে যাওয়ার পর অভিজিৎবাবুর হাতে D.Litt তুলে দেন উপাচার্য । নজরুল মঞ্চ থেকে চলে যাওয়ার পর রাজ্যপাল কয়েকটি টুইট করেন । প্রথমে একটি টুইটে রাজ্যপাল লেখেন, "নোবেলজয়ীর সম্মানের কথা মাথায় রেখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে এসেছি । সমাবর্তন অনুষ্ঠানে যে অনভিপ্রেত ঘটনা ঘটে, তা শিক্ষিত বাঙালিরা দীর্ঘদিন মনে রাখবেন ।" তারপরে একটি টুইটে অভিজিৎ বিনায়ক বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে নিজের কয়েকটি ছবি টুইট করেন ।

ABOUT THE AUTHOR

...view details