কলকাতা, 4 জানুয়ারি: তবে কি মিমিক্রি বিতর্ক অতীত ? তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার জন্মদিনের শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় । রাজনৈতিক উত্তাপের মাঝে সৌজন্যের একটা ছবি আরও একবার ধরা পড়ল এদিন ।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই এই খবর জানিয়েছেন । সোশাল মিডিয়া এক্স (টুইটার) হ্যান্ডেলে জন্মদিনে তাঁকে ফোন করে ধনকড়ের শুভেচ্ছা জানানোর কথা জানিয়েছেন তিনি । ভুলে গেলে চলবে না মিমিক্রি বিতর্কের সময় জগদীপ ধনকড় রীতিমত ক্ষোভপ্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেসের এই আইনজীবী সাংসদের বিরুদ্ধে । বিষয়টি নিয়ে জাতীয় ক্ষেত্রে উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করার জন্য প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়েছিল কল্যাণকে । এমনকী প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, তাঁরাও এই মিমিক্রি বিতর্কে মুখ খুলেছিলেন । তারপর এদিন স্বয়ং জগদীপ ধনকড়ের সাংসদকে ফোন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।
যতদূর জানা যাচ্ছে, আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শুধু ফোন করে শুভেচ্ছা জানানোই নয়, তাঁর স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন উপরাষ্ট্রপতি । তাঁকে সস্ত্রীক দিল্লিতে উপরাষ্ট্রপতির বাসভবনে তাঁর পরিবারের সঙ্গে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ধনকড় । মিমিক্রি বিতর্কের মধ্যেও এদিনের ফোন পাওয়ায় মনে করা হচ্ছে যে উত্তাপ তৈরি হয়েছিল তা অনেকটাই প্রশমিত হতে চলেছে । বিতর্কের বদলে জায়গা নিতে চলেছে সৌজন্য ।
সোশাল মিডিয়ায় তৃণমূল সাংসদ এদিন লিখেছেন, ফোন করে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিবারের মঙ্গল কামনা করেছেন জগদীপ ধনকড় । সপরিবারে তাঁর দিল্লির বাড়িতে নৈশভোজে আমন্ত্রণও জানিয়েছেন । একই সঙ্গে ধনকরকে ধন্যবাদ জানিয়ে কল্যাণ লিখেছেন, "আমি অভিভূত ।"