কলকাতা, 17 জুন: গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনায় শহিদ হয়েছেন বীরভূমের রাজেশ ওরাংয়ের । টুইটে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
ভারতীয় সেনার আত্মত্যাগ বিফলে যাবে না, টুইট রাজ্যপালের - ভারত-চিন সীমান্ত
টুইটে বীরভূমের শহিদ জওয়ান রাজেশ ওরাংকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
গালওয়ান উপত্যকায় সংঘর্ষে শহিদ হয়েছেন 20 জন জওয়ান ৷ তাঁদের মধ্যে রয়েছেন বীরভূমের জওয়ান রাজেশ ওরাং ৷ বুধবার টুইটে রাজেশের উদ্দেশে শ্রদ্ধা জানান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ টুইটে তিনি লেখেন, "বীরভূমের মহম্মদবাজার থানার বেলঘড়িয়া গ্রামের রাজেশ ওরাংকে কুর্নিশ জানাই ৷ লাদাখে চিন সেনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দেশের জন্য আত্মত্যাগ করেছে রাজেশ ৷ রাজেশের বাবা-মার প্রতি আমার সমবেদনা রইল ৷ গোটা দেশ তাঁদের পাশে রয়েছে ৷" বছর পঁচিশের রাজেশ ওরাং 2015 সালে সেনাবাহিনীতে যোগ দেন ৷ রাজেশের মৃত্যুর খবর বীরভূমের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার ৷
আরও একটি টুইটে রাজ্যপাল লেখেন, "ভারতীয় সেনার এই ত্যাগ বিফলে যাবে না ৷ শূন্য ডিগ্রি তাপমাত্রায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের এই বলিদানে গোটা দেশের মানুষ কৃতজ্ঞ থাকবে ৷ ভারতীয় সেনাবাহিনী ত্যাগ স্বীকার করার জন্য সর্বদা প্রস্তুত ৷ এটা আমাদের সবসময় মনে রাখতে হবে ৷"