কলকাতা, 11 অক্টোবর : পুজোর মরসুমে রাজ্যপাল জগদীপ ধনকড়ের ঠিকানা হতে চলেছে উত্তরবঙ্গ ৷ আগামিকাল অর্থাৎ মহাসপ্তমীর সকালেই উত্তরবঙ্গ উড়ে যাচ্ছেন রাজ্যপাল ৷ সেখানে দু'সপ্তাহ থাকবেন তিনি ৷ এক টুইটে সোমবার একথা জানালেন রাজ্যপাল নিজেই ৷
Jagdeep Dhankhar : সপ্তমীতে উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল - জগদীপ ধনকড়
রাজ্যপাল এদিন টুইটে জানান, আগামী দু'সপ্তাহের জন্য উত্তরবঙ্গে থাকবেন তিনি ৷ আগামিকাল সকাল 10 টা 30 মিনিটে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন তিনি ৷ এর আগে গত জুন মাসেও উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়েছিলেন তিনি ৷
সপ্তমীতে উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল
রাজ্যপাল এদিন টুইটে জানান, আগামী দু'সপ্তাহের জন্য উত্তরবঙ্গে থাকবেন তিনি ৷ আগামিকাল সকাল 10 টা 30 মিনিটে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন তিনি ৷ এর আগে গত জুন মাসেও উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়েছিলেন তিনি ৷ গত জুন মাসে রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গ সফর ছিলেন রাজ্যপাল। এবারের উত্তরবঙ্গ সফর দু’সপ্তাহের।