পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jagdeep Dhankhar : শিল্প সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের আহ্বান, রাজ্য়পালের নিশানায় রাজ্য সরকার - BGBS

2015-2019 রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া সবক'টি গ্লোবাল বিজনেস সামিট বাস্তবিক কতটা ফলপ্রসূ, তা জানতে চেয়ে 2020 অগস্টে চিঠি পাঠিয়েছিলেন রাজ্য়পাল ৷ কিন্তু তার উত্তর এখনও অধরা ৷ এদিন দ্বিতীয় টুইটে সেই বিষয়টিই তুলে ধরেছেন জগদীপ ধনকড় ৷

Jagdeep Dhankhar
বিজনেস সামিট নিয়ে সরকারের স্বচ্ছতা চেয়ে ফের টুইট রাজ্য়পালের

By

Published : Nov 9, 2021, 10:50 PM IST

কলকাতা, 9 নভেম্বর : সোমবার বিজয়া সম্মিলনীতে রাজ্য়পাল জগদীপ ধনকড়কে বিদেশে গিয়ে শিল্পপতিদের রাজ্যে আনার অনুরোধ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য়ের স্বার্থে মুখ্যমন্ত্রীর সেই আবদার সাদরে গ্রহণও করেছিলেন রাজ্যপাল ৷ রাজ্যের হয়ে ব্য়াট ধরা তো দূরে থাক, 24 ঘণ্টা কাটতে না কাটতে ফের রাজ্য়ের বিরুদ্ধে ব্য়াট ধরলেন রাজ্যপাল ৷

2022 বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে সরকারের বিগত শিল্প সম্মেলনগুলোর স্বচ্ছতা চেয়ে ফের সরব হলেন জগদীপ ধনকড় ৷ মঙ্গলবার বিকেলে 2020-র অগস্টে রাজ্য সরকারকে লেখা একটি চিঠি টুইটে তুলে ধরে তিনি ধরেন ৷

সেখানে জগদীপ ধনকড় লেখেন, "রাজ্য সরকারকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সম্পর্কিত একটি শ্বেতপত্র নিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে ৷ যাতে নির্ভুল এবং স্বচ্ছ তথ্য পাওয়া যায়। এটা আমাদের কর্তব্য যে শুধুমাত্র বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত না হয়ে বাস্তব উদঘাটন করা ৷"

আরও পড়ুন : বিধানসভায় নাম না করে রাজ্যপাল-শুভেন্দুদের নিশানা করলেন মমতা

উল্লেখ্য, 2015-2019 রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া সবক'টি গ্লোবাল বিজনেস সামিট বাস্তবিক কতটা ফলপ্রসূ, তা জানতে চেয়ে 2020 সালের অগস্টে চিঠি পাঠিয়েছিলেন রাজ্য়পাল ৷ কিন্তু তার উত্তর এখনও অধরা ৷

এদিন দ্বিতীয় টুইটে সেই বিষয়টিই তুলে ধরেছেন জগদীপ ধনকড় ৷ উল্লেখ্য, কোভিডের কারণে 2020 এবং চলতি বছরে বন্ধ থাকার পর আগামী বছর ফের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আয়োজন করতে চলেছে মমতার সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details