পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jagdeep Dhankhar on BSF: বিএসএফ ও পুলিশের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ রাজ্যপালের - Mamata Banerjee

সীমান্তবর্তী এলাকায় বিএসএফের ক্ষমতার এক্তিয়ার বৃদ্ধিতে রাজ্যের আপত্তির কথা বহুবার বলেছেন মুখ্যমন্ত্রী ৷ যা নিয়ে এবার মমতাকেই একহাত নিলেন ধনকড় (Jagdeep Dhankhar Criticise Mamata Banerjee Over BSF) ৷ যেখানে তিনি অভিযোগ করেছেন, বিএসএফ এবং পুলিশের মধ্যে সংঘাতের আবহ তৈরি করছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Create Rift Between BSF and Police) ৷

Jagdeep Dhankhar Criticise CM
Jagdeep Dhankar and Mamata Banerjee

By

Published : Dec 11, 2021, 4:00 PM IST

হাওড়া, 11 ডিসেম্বর : 15 কিলোমিটারের বদলে সীমান্তে 50 কিলোমিটার পর্যন্ত এলাকা বিএসএফের অধীনে রাখার কথা জানিয়েছে কেন্দ্র ৷ আর কেন্দ্রের এই সিদ্ধান্তের শুরু থেকে বিরোধিতা করে আসছে রাজ্য সরকার ৷ যেখানে পশ্চিমবঙ্গের একটি অংশে ভারত-বাংলাদেশ সীমান্ত ৷ যেখানে প্রায়ই পাচার-সহ সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ করে এসেছে বিজেপির মতো বিরোধী দলগুলি ৷ সেই পরিস্থিতিতে বিএসএফের ক্ষমতা বৃদ্ধিতে রাজ্য সরকারের আপত্তি জানানোয় সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar Criticise Mamata Banerjee Over BS) ৷

এদিন হাওড়ায় বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল ৷ সেখানেই রাজ্যের এই আপত্তির বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar Criticise CM) ৷ তিনি বলেন, ‘‘সীমান্তবর্তী এলাকাগুলি অত্যন্ত সংবেদনশীল ৷ যেখানে কেন্দ্র 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফের মাধ্যমে সুরক্ষা ব্যবস্থাকে শক্তপোক্ত করতে চাইছে ৷ সেখানে মুখ্যমন্ত্রী কেন 15 কিলোমিটারের কথা বলে সংঘর্ষের পরিবেশ তৈরি করছেন ৷’’ এর পরেই তিনি যোগ করেন, ‘‘রাজ্যের উচিত বিএসএফের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা ৷’’ সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের পরামর্শ, তাঁর উচিত নিজের সাংবিধানিক পদের সম্মান বজায় রাখা ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar on Howrah Municipal Corporation Bill : প্রয়োজনে হাওড়া কর্পোরেশন বিল রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারি, হুঁশিয়ারি রাজ্যপালের

রাজ্যপালের অভিযোগ, মুখ্য়মন্ত্রী প্রশাসনিক বৈঠকে বিএসএফের বিরোধিতা করে পুলিশ প্রশাসন এবং বিএসএফের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করছেন (Mamata Banerjee Create Rift Between BSF and Police) ৷ সীমান্তে পাচার-সহ নানা রকমের বেআইনি কার্যকলাপ চলছে ৷ সেগুলি বন্ধ করতে বিএসএফের সঙ্গে পুলিশ ও রাজ্য প্রশাসনকে কাজ করতে হবে ৷ অন্যদিকে, নারায়ণ দেবনাথের বাড়িতে যাওয়ার বিষয় নিয়ে রাজ্যপালের সমালোচনা করেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায় ৷ তিনি অভিযোগ করেন, রাজ্যপাল সৎ উদ্দেশ্যে নারায়ণ দেবনাথের বাড়িতে যাননি ৷

ABOUT THE AUTHOR

...view details