হাওড়া, 11 ডিসেম্বর : 15 কিলোমিটারের বদলে সীমান্তে 50 কিলোমিটার পর্যন্ত এলাকা বিএসএফের অধীনে রাখার কথা জানিয়েছে কেন্দ্র ৷ আর কেন্দ্রের এই সিদ্ধান্তের শুরু থেকে বিরোধিতা করে আসছে রাজ্য সরকার ৷ যেখানে পশ্চিমবঙ্গের একটি অংশে ভারত-বাংলাদেশ সীমান্ত ৷ যেখানে প্রায়ই পাচার-সহ সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ করে এসেছে বিজেপির মতো বিরোধী দলগুলি ৷ সেই পরিস্থিতিতে বিএসএফের ক্ষমতা বৃদ্ধিতে রাজ্য সরকারের আপত্তি জানানোয় সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar Criticise Mamata Banerjee Over BS) ৷
এদিন হাওড়ায় বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল ৷ সেখানেই রাজ্যের এই আপত্তির বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar Criticise CM) ৷ তিনি বলেন, ‘‘সীমান্তবর্তী এলাকাগুলি অত্যন্ত সংবেদনশীল ৷ যেখানে কেন্দ্র 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফের মাধ্যমে সুরক্ষা ব্যবস্থাকে শক্তপোক্ত করতে চাইছে ৷ সেখানে মুখ্যমন্ত্রী কেন 15 কিলোমিটারের কথা বলে সংঘর্ষের পরিবেশ তৈরি করছেন ৷’’ এর পরেই তিনি যোগ করেন, ‘‘রাজ্যের উচিত বিএসএফের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা ৷’’ সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের পরামর্শ, তাঁর উচিত নিজের সাংবিধানিক পদের সম্মান বজায় রাখা ৷