কলকাতা, 25 জুন : 1975 সালে আজকের দিনেই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷ বৃহস্পতিবার জরুরি অবস্থার বর্ষপূর্তিতে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এনিয়ে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে তিনি লেখেন, রাজ্যে অঘোষিত ইমার্জেন্সি চলছে কি না তা দেখা উচিত ৷
পশ্চিমবঙ্গে অঘোষিত ইমার্জেন্সি চলছে কি না সরকারের দেখা উচিত, টুইটে খোঁচা রাজ্যপালের
জরুরি অবস্থার বর্ষপূর্তিতে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
টুইটারে তিনি লেখেন, "জরুরি অবস্থা গণতন্ত্র ও মানবিক মূল্যবোধকে ধ্বংস করে ৷ স্বাধীন ও নিরপেক্ষ ভোট ছাড়া গণতন্ত্র মাথা তুলতে পারে না ৷ জরুরি অবস্থার কালো অধ্যায় আমাদের তিনটি জিনিস শিখিয়েছে ৷ গণতন্ত্রের গুরুত্ব, মানবিক অধিকারের মূল্য ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রয়োজনীয়তা ৷ পশ্চিমবঙ্গে অঘোষিত ইমার্জেন্সি চলছে কি না তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেখা উচিত ৷"
জরুরি অবস্থা দেশের রাজনৈতিক ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় ৷ পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাকে পরোক্ষে সেই সময়কার সঙ্গে তুলনা করেছেন রাজ্যপাল ৷