কলকাতা, 29 জুলাই : আজ কলকাতায় এলেন রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধনকড় । তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুরা । একই সঙ্গে CISF-এর পক্ষ থেকে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় ।
গত সপ্তাহে মঙ্গলবার (23 জুলাই ) পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে কেশরীনাথ ত্রিপাঠীর মেয়াদ ফুরোয় । তার আগেই 19 জুলাই প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৈঠকে রাজ্যের পরবর্তী রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঠিক হয় ৷ রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঘোষণার পরই টুইটারে তাঁকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷