পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলোর উৎসবে রাজ্যবাসীকে শুভেচ্ছা জগদীপ, মমতার - tweet

টুইট করে রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষাতেই টুইটে দীপাবলির শুভেচ্ছা বার্তা দিয়েছেন ৷

রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Oct 27, 2019, 11:22 AM IST

কলকাতা, 27 অক্টোবর : রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইট করে তাঁরা এই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ৷

রাজ্যপাল টুইট করেন, 'দীপাবলি উপলক্ষে রাজ্যবাসীকে অনেক শুভেচ্ছা ৷ এই উৎসব মানেই হতাশা সরিয়ে আশার আলো, খারাপ সরিয়ে ভালো ও অন্ধকার সরিয়ে আলো ৷ এই আলোর উৎসব দেশের প্রত্যেকটি পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক ৷'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষাতেই টুইটে দীপাবলির শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাজ্যবাসীকে ৷ তিনি লেখেন, 'কালীপুজো ও দীপাবলির এই উৎসবে সকলকে অনেক শুভেচ্ছা ৷ এই উৎসবের আলোয় আপনাদের সকলের জীবন আনন্দে ভরে উঠুক ৷ ভালো থাকুন, সুস্থ থাকুন ৷'

ABOUT THE AUTHOR

...view details