কলকাতা, 21 নভেম্বর: চন্দননগর, কৃষ্ণনগর বা মানকুণ্ডু, দুর্গাপুজোর মতো এক একদিনে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পালিত হয় জগদ্ধাত্রী পুজোয়। তবে কলকাতায় নবমীর দিনই একসঙ্গে সেই পুজো হয়। কয়েক বছরে ধীরে হলেও বারোয়ারী জগদ্ধাত্রী থেকে বাড়ি বা আবাসনে জগদ্ধাত্রী পুজো করার চল বেড়েছে বেশ খানিকটা। আর পুজোর বাজারে গিয়ে ভোগের সবজি থেকে পুজোর ফল, ফুল কিনতে আমজনতার যে হাত পুড়ছে তা বলার অবকাশ রাখে না। দিন দুয়েকের বাজার দরেই সেটা স্পষ্ট।
পরিমাণে কাটছাঁট করে লক্ষ্মীপুজোয় খরচ সামাল দিলেও এই খরচ কমার কোনও লক্ষণ নেই। সবজি বাজার লক্ষ্মীপুজোর পর আমজনতার হাতের নাগালে থাকলেও দিন দুই যাবৎ সবজির দাম ফের ঊর্ধ্বমুখী জগদ্ধাত্রী পুজোর কারণে। শুধু সবজি নয় দাম চরা ফল, ফুলেরও। দাম কমলেও বেশিরভাগ সবজি 100 টাকার ঘরে। পুজো মিটলে ফের বাজার স্বাভাবিক হবে এমনই দাবি অধিকাংশ খুচরো বাজারের সবজি ও ফল বিক্রেতার।
এক একটি ছোট নারকেল বিক্রি হচ্ছে 35-45 টাকা। বড় নারকেলের ক্ষেত্রে 50-60 টাকা। ওদিকে আপেল কেজি 200-250 টাকা। ন্যাশপাতি 170-200 টাকা কেজি। সসা 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। মৌসুম্বী লেবু ছোট 10 টাকা এক একটি আর বড় 15-20 টাকা। কাঁঠালী কলা ডজন 40-50 টাকা। পেয়ারা কেজি প্রতি বিক্রি হচ্ছে 70-80 টাকা। আনারস ছোট 80-90 টাকা। বড় আনারস 110-130 টাকা। ডালিম কেজি 180-220 টাকা। আখ এক টুকরো 15-20 টাকা।
ফলের মতো ফুল কিনতে হাতে ছ্যাঁকা লাগার জোগাড়। রজনীগন্ধার মালা মাপ মতো দাম হাঁকাচ্ছেন দোকানদার। ছোট মালা কম করে 60-80 টাকা বড় মালা তো দামের লাগাম নেই। গাঁদা ফুলের দামও চড়া। অপরাজিতা বা আকন্দ মালা থেকে জবা সবই দাম দ্বিগুণ। পদ্মর দাম আগুন।
বাড়ি হোক বা বারোয়ারি জগদ্ধাত্রী পুজোয় ভোগ বিতরণের চল দারুণ। কেউ পাঁচ রকম ভাজা, খিচুড়ি, সবজি, আলুরদম, মিষ্টি, পায়েস রাঁধেন। কেউ খিচুড়ির পরিবর্তে পোলাও দেন। আর সেই ভোগের সবজি আজ বেশ দামী। মূলো, থেকে পটল, বেগুন, আলু, সিমের দাম অন্যদিনের থেকে বেশ খানিকটা বেশি ৷
- ফল