কলকাতা, 24 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আবারও উঠছে বিতর্ক । এবার প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি তাকে ঘিরে । বৃহস্পতিবার রাজভবন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউকে জরুরি বৈঠকের জন্য ডেকে পাঠানো হয় । সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যপালের তৈরি করা অ্যান্টি র্যাগিং কমিটির প্রধান তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কে । সেই বৈঠকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে ।
সূত্রের খবর, উপাচার্য অভিযোগ তুলেছেন, এই কমিটি নিয়ে বেশ কিছু অভিযোগ তাঁর কাছে রয়েছে । তার ফলে রাজ্যপাল সিভি আনন্দ বোস উপাচার্যের কাছ থেকে জানতে চেয়েছেন, যদি এই কমিটি নিয়ে কোনও প্রশ্ন থাকে তাহলে তদন্ত কমিটি নতুন করে গঠন করা হবে । যার নেতৃত্বে থাকবেন কোনও অবসরপ্রাপ্ত বিচারপতি ৷
এছাড়াও রাজভবনের সঙ্গে বৈঠক করার পরেই উপাচার্য বুদ্ধদেব সাউ সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে তৎপর হয়েছেন । তিনি বলেন, "রাজ্যপাল বলেছেন নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন, তা করতে হবে ইউজিসির গাইডলাইন মেনে । আজকের মধ্যেই সিসি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু কথা উনি বলছিলেন । তবে আজ তা সম্ভব নয়, কাল আমরা দেখব ।"