কলকাতা, 23 জুলাই : নেশা রুখতে এবার কড়া পদক্ষেপ নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এতদিন যাদবপুরের পড়ুয়াদের ভরতি হওয়ার সময় অ্যান্টি ব়্যাগিং মুচলেকা নেওয়া হত । এই বছর থেকে তার সঙ্গে অ্যান্টি ড্রাগ মুচলেকা দেওয়া বাধ্যতামূলক করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা মেনে স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ডের বৈঠকে এই মুচলেকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । ইতিমধ্যেই মুচলেখার ফর্ম আপলোড করে দেওয়া হয়েছে ওয়েবসাইটে ।
"নেশা করব না", যাদবপুরে ভরতির আগে দিতে হবে মুচলেকা - Jadavpur
এবার থেকে যাদবপুরে ভরতি হতে গেলে দিতে হবে অ্যান্টি ড্রাগ মুচলেকা ৷ এই সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ ইতিমধ্যেই মুচলেকার ফর্ম আপলোড করে দেওয়া হয়েছে ওয়েবসাইটে ।
নেশা করব না কিংবা নেশার দ্রব্য রাখব না, মুচলেকায় লিখতে হবে পড়ুয়াদের ৷ মুচলেকার ফর্মের বক্তব্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি কোনও পড়ুয়া অ্যালকোহলিক পানীয় বা বেআইনি মাদকদ্রব্য কেনা, রাখা, ব্যবহার, বিক্রি, বিতরণ বা জমিয়ে রাখার জন্য দোষীসাব্যস্ত হন বা হস্টেল সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকদ্রব্য ব্যাবহারকে প্রোমোট করার সঙ্গে যুক্ত থাকেন তাহলে তাঁর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টশিপ বাতিল বা সাসপেন্ড করা হতে পারে । অথবা একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বোর্ডারশিপও বাতিল বা সাসপেন্ড করা হতে পারে । এই মর্মেই নতুন ভরতি হওয়া পড়ুয়াদের এই বছর থেকে মুচলেকা দিতে হবে ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজির ডিন চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "এটা এবার প্রথম হচ্ছে । বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুষ্পষ্ট একটা নির্দেশিকা আছে । সেই নির্দেশিকার ভিত্তিতেই আমরা এটা করছি । স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ডের মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে ।" সাম্প্রতিককালে ক্যাম্পাসে একাধিক নেশাজনিত ঝামেলার ঘটনার জন্যই কি এই নতুন মুচলেকা চালু করার সিদ্ধান্ত নেওয়া হল? চিরঞ্জীববাবু বলেন, "সেটা কিছুটা তো আছেই । অ্যালকোহল, ড্রাগ নেওয়ার প্রবণতাটা বেড়েছে । এই বয়সে একটা প্রবণতা থাকেই ছাত্রছাত্রীদের মধ্যে । এই কারণেই আমরা মনে করছি, UGC-র নির্দেশিকা তো রয়েছে, সেটাকে বাস্তবায়িত করব ।"