কলকাতা, 24 অগস্ট: কমেছে কেন্দ্র ও রাজ্য সরকারের বরাদ্দ । আর্থিক সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয় । তাই এবার বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা প্রাক্তনীদের থেকে আর্থিক সহায়তার আশায় তৈরি করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যালামনি সেল (Jadavpur University to have alumni cell to mitigate fund crunch) ।
2017-র পর থেকে ধীরে ধীরে কমেছে আর্থিক অনুদান । এরপর করোনা সংক্রমণের জেরে সেই আর্থিক অনুদানের পরিমাণ আরও হ্রাস পেয়েছে । ফলে থমকে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংরক্ষণ এবং সার্বিক পরিকাঠামোগত উন্নতির কাজও (Jadavpur University Economical Crisis) । শুধু তাই নয়, করোনাকালে একটানা দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল ৷ তখন আর্থিক অনুদান বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিল গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরাও ।
একাধিক ল্যাবের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং রাসায়নিক কেনা সম্ভব হয়ে ওঠেনি । সবক'টি বিভাগে একাধিক কাজ আটকে রয়েছে । গ্রন্থাগারেও প্রয়োজনীয় অনেক বই আনা যাচ্ছে না । বিশ্ববিদ্যালয়ের সংস্কার ভাঁড়ার প্রায় শূন্য । রাজ্য সরকার যে আর্থিক অনুদান দেয় তার থেকেই চলে মেন্টেনেন্স ফান্ড । গত দু-তিন বছর মেন্টেনেন্স খাতের টাকার অনেকটাই কমেছে । অন্যদিকে কেন্দ্রের আর্থিক সাহায্যও প্রায় বন্ধ হওয়ার মুখে ।
আরও পড়ুন: দশহাজার টাকা করে বাড়ল ক্লাব পিছু অনুদান, নেতাজি ইন্ডোরে উদারহস্ত মমতা