পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্থায়ী উপাচার্য চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের - vice chancellor

JU teachers union written to CJI: যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন বারবার স্থায়ী উপাচার্যের দাবি তুলেছেন। এবার তাই স্থায়ী উপাচার্যের কথা জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন চিঠি লিখলেন সুপ্রিম কোর্টের বিচারপতিকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সেই চিঠি পাঠানো হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 10:25 PM IST

Updated : Nov 30, 2023, 11:02 PM IST

কলকাতা, 30 নভেম্বর: এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়কে চিঠি লিখলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন (জুটা)। স্থায়ী উপাচার্যের দাবি জানিয়েই প্রধান বিচারপতিকে এই চিঠি শিক্ষক সংগঠনের। শেষ ছ'মাস কোনও স্থায়ী উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে না-থাকায় বিশ্ববিদ্যালয়কে অ্যাকাডেমিকভাবে বেশ পিছিয়ে পড়তে হচ্ছে বলেই চিঠিতে উল্লেখ জুটা'র। জানা গিয়েছে, বৃহস্পতিবার সেই চিঠি পাঠানো হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনার সময়েই বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছিল বুদ্ধদেব সাউকে। কিন্তু সেই অন্তর্বর্তী উপাচার্যর সঙ্গে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন পড়ুয়ারা। তাঁকে ঘিরে একাধিকবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ছবিও দেখা গিয়েছে। এমতাবস্থায় যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন বারবার স্থায়ী উপাচার্যের দাবি তুলেছেন। এবার তাই স্থায়ী উপাচার্যের কথা জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন চিঠি লিখলেন সুপ্রিম কোর্টের বিচারপতিকে। চিঠি প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "বর্তমানে রাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্যতম। যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য না থাকার ফলে বেশ কিছু ফাইল আটকে রয়েছে। পড়াশোনা সংক্রান্ত বেশ কিছু জিনিসপত্র নিয়ে সমস্যা হচ্ছে। তার ফলে বিশ্ববিদ্যালয়ে চলার যে প্রক্রিয়াটা ক্রমশই ধীর হয়ে যাচ্ছে। যেহেতু সুপ্রিম কোর্টে এখন উপাচার্য নিয়ে মামলা চলছে। তাই প্রধান বিচারপতিকে আমাদের সমস্যার কথা তুলে ধরে চিঠি দিয়েছি।"

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে রাজ্যপাল উপাচার্য নিয়োগ করেছেন। যা কোনভাবেই মেনে নিচ্ছে না রাজ্য সরকার। রাজ্য সরকারের অভিযোগ, রাজ্যপাল দফতরের সঙ্গে কোন রকম যোগাযোগ না করেই উপাচার্য নিয়োগ করে চলেছেন, যা বেআইনি। সেই নিয়ে সুপ্রিম কোর্টে চলছে মামলাও। পরবর্তী কোন নির্দেশ আশা না পর্যন্ত বর্তমানে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে রাজ্যপাল আপাতত আর কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে পারবেন না। ফলে সেখানে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে খোদ সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি। এবার কি মীমাংসা হতে চলেছে এই মামলার ?

আরও পড়ুন

  1. জাতীয় সঙ্গীতের অবমাননা ! আইন মেনে বিজেপির বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূলের
  2. বিশ্বভারতীর উপাচার্যের কাছে অমর্ত্য সেনের জমি বিবাদ নিষ্পত্তির আর্জি অনুপম হাজরার
  3. নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে
Last Updated : Nov 30, 2023, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details