কলকাতা, 16 জানুয়ারি: চিঠি দেওয়া-নেওয়া চললেও জট কাটছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে, তা নিয়ে এখনও মেলেনি কোনও রফাসূত্র । তাই মঙ্গলবার ত্রিগুণা সেনের মূর্তির নিচে অবস্থান-আন্দোলন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন জুটা । বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে এবং অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে এ দিন কালো ব্যাচ পরে দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত অবস্থান আন্দোলন করেন সংগঠনের সদস্যরা অধ্যাপকরা । এ দিন তাঁদের এই অবস্থা-আন্দোলনে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রায় 250 জন শিক্ষক ।
এই অবস্থানকে কেন্দ্র করে জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "স্থায়ী উপাচার্যের পাশাপাশি বর্তমানে ফ্যাকাল্টিগুলিতে স্থায়ী ডিন নেই । বেশ কিছু বিভাগে বিভাগীয় প্রধান নেই । আচার্য (রাজ্যপাল সিভি আনন্দ বোস) এবং শিক্ষা দফতরের টালবাহানার জন্য ইসি বা কোট বৈঠক করা যাচ্ছে না । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থাও ভেঙে পড়েছে । তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আর্থিক অভিশাসনিকভাবে পঙ্গু করে দেওয়ার এই চেষ্টা আদতে দেশের পাবলিক ফান্ডেড এডুকেশন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা ।"