পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anish Khan Murder Case : আনিশ খান খুনে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়, এসএফআইয়ের ছাত্র ধর্মঘট - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই ছাত্র ধর্মঘট

গত শুক্রবার রাতে আমতায় ছাত্রনেতা আনিশ খান খুন হন ৷ তাঁর মৃত্যুতে একের পর এক ছাত্রসংগঠন বিক্ষোভে সামিল হচ্ছে (Anish Khan Murder Case) ৷

Jadavpur University Student Protest over Anish Khan Murder
আনিশ খানের মৃত্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রপ্রতিবাদ

By

Published : Feb 22, 2022, 1:20 PM IST

Updated : Feb 22, 2022, 1:40 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি : ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন ৷ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা যুবনেতা আনিশ খানের মৃত্যু ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ চলছে । এবার তাঁর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর । সেই ইস্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠন এসএফআই ছাত্র ধর্মঘট ডেকেছে (Jadavpur University SFI strike over Anish Khan Murder) ।

বাম ছাত্র সংগঠন এসএফআইয়-এর তরফে সকাল থেকেই ধর্মঘট এবং সমাবেশ চলছে । "আনিশকে মারল কেন ? বাংলা পুলিশ জবাব চাই, জবাব দাও", "আনিসকে মারলো করা ? সুদীপ্ত মইদুলকে মারলো যারা" স্লোগানে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আনিশ খানের প্রতিবাদে ধর্মঘট

আরও পড়ুন : Anish Khan Murder Case : আমতা থানার তিন পুলিশকর্মী সাসপেন্ড, আনিশ খান খুনের তদন্তে নয়া মোড়

বাম ছাত্র সংগঠনের তরফে সম্পাদক শুভদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যে গণ আন্দোন কর্মী আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও আলিয়া বিশ্ববিদ্যালয় চলতে থাকা তৃণমূল সরকার বিরোধী আন্দোলনের শরিক আনিশ খান ৷ গত 18 ফেব্রুয়ারি রাতে তাঁর বাড়িতে গিয়ে পুলিশের উর্দি পরা কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়ির ছাদ থেকে তাঁকে ফেলে দিয়ে হত্যা করে । বাম সংগঠনের পক্ষ থেকে আমাদের দাবি, আনিশ খানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ।"

পাশাপাশি তিনি আরও বলেন, "ছাত্র হত্যা এই সরকারের আমলে নতুন নয় । সুদীপ্ত গুপ্ত থেকে আনিশ খান, এই রাজ্য বারবার ছাত্র হত্যার সাক্ষী থেকেছে । আমরা চাই এই রাজ্যে সন্ত্রাসী সংস্কৃতি বন্ধ হোক এবং আনিশ খানের হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ সরকারি ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।"

Last Updated : Feb 22, 2022, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details