পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jadavpur University: একুশে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের উপস্থিতি ঘিরে বিতর্ক

আগামিকাল 21 জুলাই ৷ তার আগে বুধবার 'ধর্মতলা চলো' অনুষ্ঠানে দেখা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ও সহ-উপাচার্যকে চিরঞ্জীব ভট্টাচার্যকে ৷ দলীয় উত্তরীয় পরে প্রস্তুতি মঞ্চে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ৷

ETV Bharat
যাদবপুর বিশ্ববিদ্যালয়

By

Published : Jul 20, 2023, 3:14 PM IST

কলকাতা, 20 জুলাই: একুশে জুলাইয়ের আগে তৃণমূলের প্রস্তুতি সভায় দেখা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তথা চিরঞ্জীব ভট্টাচার্য এবং রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে ৷ চিরঞ্জীব ভট্টাচার্যকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিও ৷ বুধবার সন্ধ্যায় রেজিস্ট্রারের গলায় তৃণমূলের উত্তরীয় পরিয়ে দেন তৃণমূলের অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদার ৷ পাশাপাশি তৃণমূল নেতার হাত থেকে পুষ্পস্তবক নেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ৷

কলকাতার এক প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চাধিকারিকদের সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের এই ছবি ঘিরে প্রশ্ন উঠেছে শিক্ষক মহলে ৷ এদিকে সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য দাবি করেন, "এই ধরনের অনুষ্ঠান হচ্ছে, তা আমি জানতাম না ৷" তিনি জানান, দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি যুক্ত। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার মুখে তৃগুণা সেন অডিটোরিয়াম ৷ সেখানেই অনুষ্ঠান হচ্ছিল ৷

আরও পড়ুন: একুশের প্রাক্কালে গীতাঞ্জলি স্টেডিয়ামে অভিষেক, খতিয়ে দেখলেন কর্মীদের জন্য ব্যবস্থাপনা

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলেন, "আমায় তাঁরা (তৃণমূল কর্মীরা) হঠাৎই ভিতরে ডাকল ৷ তাই আমি সেখানে গিয়েছিলাম ৷ কিন্তু এমন কোনও অনুষ্ঠান হচ্ছিল, সে বিষয়ে আমি জানতাম না ৷" রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর গলাতেও একই কথা শোনা গেল ৷ তাঁর দাবি, 21 জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে রাজনৈতিক কোনও কথা তিনি বলেননি ৷ বিশ্ববিদ্যালয় নিয়ে নিয়েই তিনি বক্তৃতা দেন ৷

এ নিয়ে জয়প্রকাশ মজুমদার নিজে টুইট করেছেন ৷ তিনি লিখেছেন, "21শে জুলাইয়ের শহিদ দিবসের প্রচার সভা ৷ উপস্থিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী কর্মচারী সংগঠন, ছাত্র ও শিক্ষকরা । কমরেড মুক্ত নতুন যাদবপুর গঠনের ডাক ৷" 21 জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে রয়েছে 'ধর্মতলা চলো' পোস্টার ৷

21 জুলাই সমাবেশের আগে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রস্তুতি সমাবেশ ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল শিক্ষক সংগঠন বুধবার সন্ধ্যায় একটি প্রস্তুতি সভার আয়োজন করেছিল ৷ তাতে প্রধান অতিথি ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ৷ আর সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এবং ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ৷

তবে এমন দৃশ্য আগে দেখা যায়নি বলেই জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের সভাপতি পার্থ প্রতিম রায় ৷ তিনি বলেন, "একটা রাজনৈতিক দলের রাজনৈতিক অনুষ্ঠান ৷ তাতে দলের উত্তরীয় পরে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ আধিকারিক বক্তৃতা দিচ্ছেন ৷ এ ধরনের দৃশ্য আগে কখনও দেখা যায়নি ৷"

আরও পড়ুন: 21 জুলাইয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা, মূল মঞ্চে থাকবেন অতিরিক্ত 2 নগরপাল

তৃণমূল সরকার গঠনের পর প্রতিবছর রাজ্যজুড়ে 21 জুলাই তৃণমূলের শহিদ দিবস হিসেবে পালিত হয় ৷ পঞ্চায়েত নির্বাচনের পর এ বছর এই শহিদ সমাবেশ বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷ পঞ্চায়েত ভোটে মৃত তৃণমূল কর্মী-সমর্থকদের প্রতি শ্রদ্ধাও জানানো হবে এবারের 21 জুলাইয়ের মঞ্চে ৷

ABOUT THE AUTHOR

...view details