কলকাতা, 20 জুলাই: একুশে জুলাইয়ের আগে তৃণমূলের প্রস্তুতি সভায় দেখা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তথা চিরঞ্জীব ভট্টাচার্য এবং রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে ৷ চিরঞ্জীব ভট্টাচার্যকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিও ৷ বুধবার সন্ধ্যায় রেজিস্ট্রারের গলায় তৃণমূলের উত্তরীয় পরিয়ে দেন তৃণমূলের অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদার ৷ পাশাপাশি তৃণমূল নেতার হাত থেকে পুষ্পস্তবক নেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ৷
কলকাতার এক প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চাধিকারিকদের সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের এই ছবি ঘিরে প্রশ্ন উঠেছে শিক্ষক মহলে ৷ এদিকে সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য দাবি করেন, "এই ধরনের অনুষ্ঠান হচ্ছে, তা আমি জানতাম না ৷" তিনি জানান, দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি যুক্ত। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার মুখে তৃগুণা সেন অডিটোরিয়াম ৷ সেখানেই অনুষ্ঠান হচ্ছিল ৷
আরও পড়ুন: একুশের প্রাক্কালে গীতাঞ্জলি স্টেডিয়ামে অভিষেক, খতিয়ে দেখলেন কর্মীদের জন্য ব্যবস্থাপনা
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলেন, "আমায় তাঁরা (তৃণমূল কর্মীরা) হঠাৎই ভিতরে ডাকল ৷ তাই আমি সেখানে গিয়েছিলাম ৷ কিন্তু এমন কোনও অনুষ্ঠান হচ্ছিল, সে বিষয়ে আমি জানতাম না ৷" রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর গলাতেও একই কথা শোনা গেল ৷ তাঁর দাবি, 21 জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে রাজনৈতিক কোনও কথা তিনি বলেননি ৷ বিশ্ববিদ্যালয় নিয়ে নিয়েই তিনি বক্তৃতা দেন ৷