যাদবপুর, 26 সেপ্টেম্বর: ডেঙ্গির জেরে কি অনলাইন ক্লাসের পথে হাঁটতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ? অন্তর্বর্তী উপাচার্যের মন্তব্যে এমন সুরই শোনা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে । সূত্রের খবর, ডেঙ্গি পরিস্থিতির বাড়বাড়ন্তের জেরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সুপারের তরফে সুপারিশ করা হয়েছিল যেখানে আবাসিকদের আপাতত বাড়ি চলে যেতে বলা হয় । ছাত্ররা ডেঙ্গি আক্রান্ত হলে সেই পরিস্থিতি মোকাবিলা করার পরিকাঠামো বিশ্ববিদ্যালয়ের নেই বলেই স্বীকার করেন উপাচার্য । তাই বাড়ি থেকেই অনলাইনে যাতে পড়ুয়ারা ক্লাস করতে পারেন সেই বিষয় নিয়ে আজ ইসি মিটিংয়ে আলোচনা হবে ।
গতকাল সোমবার রাজ্যপালের সঙ্গেও রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কথা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের । তখন ক্যাম্পাসের পরিস্থিতির কথাও তুলে ধরেন উপাচার্য । সেখানে অনলাইন পঠনপাঠনে সায় দেন রাজ্যপাল । তবে এই অনলাইনে ক্লাস কীভাবে করানো যেতে পারে, হাইব্রিড মডেল কতটা চালু করা সম্ভব সমস্ত বিষয় নিয়েই আজকের বৈঠকে আলোচনা হবে ।