কলকাতা, 16 ডিসেম্বর: জামিয়া ও আলিগড়ের পাশে দাঁড়াল যাদবপুর । রবিবার রাতে রাজপথে প্রতিবাদে মশাল জ্বালিয়ে মিছিল করেন পড়ুয়ারা । জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে কলকাতার রাজপথে নামলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গর্জে ওঠেন ছাত্র-ছাত্রীরা । আজ বিশ্ববিদ্যালয়ের সবকটি ফ্যাকাল্টির পড়ুয়ারা একত্রে মিছিল করেন । ছাত্র-ছাত্রীদের উপর নির্যাতন বন্ধ না হলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দেন পড়ুয়ারা
।
গতকালই জামিয়ার পাশে দাঁড়ায় যাদবপুর । গতকালই রাতে রাজপথে নেমে প্রতিবাদে সরব হন পড়ুয়ারা । জামিয়া মিলিয়া ইসলামিয়াতে পড়ুয়াদের উপর আক্রমণের প্রতিবাদে গতকাল গভীর রাতেই মিছিল করেন আলিয়া বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । আজ আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দলমত নির্বিশেষে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় ।
এই মিছিলে উপস্থিত ছিল যাদবপুরের তিনটি ফ্যাকাল্টির স্টুডেন্ট ইউনিয়ন । যাদবপুরের বেশিরভাগ ছাত্র সংগঠনই বামপন্থী । কিন্তু, আজকের মিছিলে ছিল তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও । যাদবপুরের সঙ্গে এদিন মিছিলে পা মেলান আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিউট সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা ।
আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল । ক্যাম্পাস ঘুরে চার নম্বর গেট থেকে বেরিয়ে যাদবপুর থানা হয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডে ঢোকে মিছিলটি । লর্ডসের মোড় থেকে আবার যাদবপুরের দিকে আসে মিছিল । এরপরে যাদবপুর থানা মোড় অবরোধ করেন পড়ুয়ারা । প্রায় 15 মিনিট ধরে চলে অবরোধ । পোড়ানো হয় নরেন্দ্র মোদি, অমিত শাহ ও পুলিশের কুশপুতুল । তারপরে ক্যাম্পাসে এসে শেষ হয় মিছিল ।
আজকের মিছিল নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অরিত্র মজুমদার বলেন, "গোটা দেশজুড়ে CAB পাশ হওয়ার পর থেকে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে যেভাবে তর্ক দানা বাধছিল, আলাপ আলোচনা চলছিল । আমরা দেখতে পাচ্ছিলাম এটা নিয়ে বিভিন্ন জায়গায় ছাত্র-ছাত্রীরা যখন তাঁদের কথা বলার জায়গা তৈরি করে, প্রতিবাদ জানানোর জায়গা তৈরি করে, তারপরে ক্যাম্পাসের ভিতর পুলিশ ঢুকিয়ে তাঁদের উপর আক্রমণ করা হয় । আমরা চাই এই ফ্যাসিস্ট রাষ্ট্রের হাত ছাত্র-ছাত্রীদের উপর থেকে উঠিয়ে নেওয়া হোক । না হলে ছাত্র-ছাত্রীরা ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বুঝে নেবে।"
আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন JUTA-র তরফ থেকেও জামিয়া মিলিয়ার ঘটনার প্রতিবাদে মিছিল করেন শিক্ষিকারা । সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের বাইরে রাস্তা আটকে বিক্ষোভ দেখান যাদবপুরের AIDSO-র সদস্যরা ।